নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেহনুমা আক্তার

রেহনুমা আক্তার › বিস্তারিত পোস্টঃ

পরানের গহীনে...

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৭




আমি তোমায় মন্দ্র মল্লারের মতো পরশ বুলাই,
এত যে ডাকি তোমায় সাড়া দাও না!
কোনো এক চোরা সিন্দুকে
গোপন বীণাটির মতো নিজেকে রাখো লুকিয়ে।

এমন তো নয় তুমি জানো না
জানো তো কতটা আকুতি তোমায় ঘিরে আমার!
আমার লালায়িত জীবনের বীজমন্ত্রখানি
ভ্রণ সমেত বপন করেছি
কখন ভুমিষ্ট হবে এই আশায়।

জানি স্রষ্টা মহাশয়ের মতো
নেই হাতে আমার তোমার জন্মমুহূর্ত ক্ষণ;

তবুও আমি অপেক্ষমান.....

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৪

জাহিদুল ইসলাম সুমন বলেছেন: বাহ প্রসংশনীয়,,,,

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০

রেহনুমা আক্তার বলেছেন: ভালো লাগায় আপ্লুত হলাম।

অশেষ ধন্যবাদ!!

২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৭

বিজন রয় বলেছেন: অন্তরের অন্দরমহলে সেই গোপন বীনাটি নিঃশব্দে কোলাহল কয়ে যায়। ধরা যায় না।

ভাল হয়েছে কবিতা।
++++

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

রেহনুমা আক্তার বলেছেন: খুব সত্যি। অন্দরমহল শুধুমাত্রই অন্তরের নির্দেশনায় চলে।

অসংখ্য ধন্যবাদ!!

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৪

স্বৈতী ইসলাম বলেছেন: অপেক্ষারা ফুল হয়ে ফুটুক... :)

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

রেহনুমা আক্তার বলেছেন: শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ এবং আপনার জন্য ফুলেল শুভেচ্ছা রইলো।।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫২

ধ্রুবক আলো বলেছেন: অপেক্ষা শেষ হোক কোনদিন......
কবিতাটা খুব ভালো লেগেছে

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

রেহনুমা আক্তার বলেছেন: এই অপেক্ষাতেই আনন্দ!!

অশেষ ধন্যবাদ!!

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর হয়েছে +++

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

রেহনুমা আক্তার বলেছেন: ধন্যবাদ আর শুভকামনা জানবেন।।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৭

আহা রুবন বলেছেন: বেশ ভাল!

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

রেহনুমা আক্তার বলেছেন: অনুপ্রাণিত হলাম।

ধন্যবাদ সীমাহীন।।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৭

শাব্দিক হিমু বলেছেন:


জানাতেই যেন অজানাদের ভিড়।
বিন্দু বিন্দু বিরাট জমানো ভেসে যায় একটা স্রোতে,
পড়ে থাকে শুধু দাগ, সেটাও হয়তো কখনো মুছে যায়।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

রেহনুমা আক্তার বলেছেন: স্রোতে ভেসে যায় সময়,
মুছে যায় সকল দাগ....তবুও রয়ে যায় সকল রেশ!!

ধন্যবাদ কবি!!

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতা ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

রেহনুমা আক্তার বলেছেন: অনুপ্রাণিত হলাম।

আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ অশেষ।।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪১

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে
কামনা করি অপেক্ষার সময় কাটুক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.