নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেহনুমা আক্তার

রেহনুমা আক্তার › বিস্তারিত পোস্টঃ

আজ নয় ১৪ই ফেব্রুয়ারি!!

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

আজ অনেকদিন পর ভালোবাসতে চাইছে মন!
কোনো কারণ নেই তবু; এমন এক একটি দিন আসে
খুব নির্ভার বোধ হয়,
হারিয়ে ফেলার ভয়ে শামুকে খোলসবদ্ধ রাখি যে ভালোবাসা,
তাকেও নিয়ে এসে ফানুস ওড়াতে চায় মন;
এমনি এক একটি দিন আসে,
শীতের প্রথম কুয়াসার আমেজে
আজ মখমলে ভালোবাসার দিন!



জানি মুহূর্তটুকু খুব দামি, পরমুহূর্তেই হারিয়ে ফেলার ভয়;
থাক না পরে হিসেব আর জটিল সব সরল অংক,
আজ শুধুই ভালোবাসার দিন!
আমি যে ভালোবাসার সাত রঙা কাব্য দেখেছি,
দেখেছি বিষন্নতার তারেও কী মাধুর্যময় ভালোবাসার সুর!
ক্ষণিক পাওয়া ক্ষণিক চাওয়া আর ক্ষণজন্মার আসরে
বিন্দু বিন্দু অজস্র ভালোবাসা!
আপ্লুত এই মন তাই বার বার বলে
আজ ভালোবাসার দিন!!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৩

আহা রুবন বলেছেন: ভাল লাগল। শুভেচ্ছা রইল।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা কোথায়, কি নিয়ে ব্যস্ত?

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৪

ধ্রুবক আলো বলেছেন: সব দিনই ভালোবাসার দিন...
লেখা খুব ভালো লাগলো পড়ে কবিতাখানি
++++

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো ।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪২

ঋতো আহমেদ বলেছেন: বিষন্নতার তারেও কী মাধুর্যময় ভালোবাসার সুর.. খুব ভাল লাগল ।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: ব্যস্ততার কারণে ভুলেই গিয়েছিলাম কিছুটা দিনটির কথা
ভাল লাগর কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.