নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেহনুমা আক্তার

রেহনুমা আক্তার › বিস্তারিত পোস্টঃ

নি:সঙ্গতা!!

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৫

শহরে যখন প্রচণ্ড কোলাহল ভেসে আসছিল
আমি তখনো ব্যালকনিতে নিশ্চুপ, যেন ধ্যানরত;
নিজের সাথে বোঝাপড়ার সময়টাতেও
কোলাহলের প্রতি আমার দৃষ্টি ছিল পূর্ণ,
তবুও আজন্ম শহরবাসী আমি
অন্তঃপুরে এক অরণ্যবাস লালন করি যেন।

অথচ সভ্যতার সাথে হেঁটে
আমিও লৌকিকতাপ্রিয় হতে চেয়েছিলাম,
কোলাহলমুখর এক পৃথিবীর আহ্বানে
সাড়া দিয়ে হাতে নিয়েছিলাম রক্ত গোলাপ।

একদা এই শহরের সাথে চলেও
আমি ছিলাম বাস্তবিক এক নি:সঙ্গ প্রেমিক,
আজ আমি লৌকিকতাবিমুখ এক রাজহংস
আমার শহরে বাজে নি:সঙ্গতার উজ্জ্বল রাগিণী।

১৭-০৮-২০১৭

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৭ ভোর ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:

কবিতার বক্তব্য ও ভাষা সুন্দর; কবিতার সাথে মিলিয়ে ছবি দেবেন।

২| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৩| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবি। অনেক ভাল লাগল।

৪| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ভালো লাগলো ++

৫| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৪

কানিজ রিনা বলেছেন: বেশ ভাল লাগল কবিতা ধন্যবাদ।

৬| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০২

কথাকথিকেথিকথন বলেছেন:




নিঃসঙ্গতা মানুষকে জীবন কী তা শেখায় । অভ্যস্ত হয়ে গেলে সে হয় সুখী । নির্ভরতার পরশটুকু কমে যায় ।

কবিতা ভাল লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.