নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষণ্ণতা । একা থাকা । কবিতা

অবলাল রশ্নি

অবলাল রশ্নি › বিস্তারিত পোস্টঃ

আশাবাদী তবু ভয় পাছে আগুণ নিভে যায়

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫১



হুজুগে বাঙ্গালী নতুন যা পায় তাই নিয়ে কামড়া কামড়ি করে।দুইদিনের পুরনো ঘটনা ভূলতে এক সেকেন্ডও লাগে না এদের।ইস্যুর উপর ইস্যু জমা হয়।গঠনমূলক সমাধান হয়না কোনটারই।দেশ কাঁপানো কোঁটা আন্দোলন চুপসে গেছে খেয়াল করেছেন? সোনা চুরি,কয়লা উধাও,নদীতে লাশ এসব তো প্রতিদিনকার মেসের আলুর তরকারীর মতন গা সওয়া হয়ে গেছে।খুব বেশী কিছু আসে যায় না আর।আর হ্যাঁ পুরান টপিক নিয়া কথা বলা যাবে না ভায়া বললে ক্লাস থাকবে না।মাইনষে বলবে, কি ভায়া প্রস্তর যুগে ছিলা এতদিন।ওই যুগের মানুষজন কি কাঁঠালপাতা খাইত?আন্দোলন তো কুয়াত্তর সালের কাহিনী তাই চেয়ে বরং তুই সেফুদা নতুন ভিডু আপ দিছে ওইটা দেখ।
ভয়টা এখানেই লাগেরে ভাই এখানেই লাগে যদি ছাত্ররা মিথ্যা সান্ত্বনা পেয়ে ঝিমিয়ে পড়ে তো লাভ কি হবে?জ্বলন্ত কয়লা পানিতে নিভালে তা আর জ্বালানো যায় না।যেই লাউ সেই কদু।এক ভিডিওতে দেখলাম মৃত মেয়ের বাবা বলছে সবাইকে ঘরে ফিরে যেতে।টাকার কাছে কি উনি বিক্রি হয়ে গেছেন?আমার ভাবতে খুব কষ্ট হয়।হয়তো হুমকি ধামকি দিয়েছিলো।আদমজীর প্রিন্সিপল ফোনের মেসেজে টিসি দেয়ার হুমকি দিয়েছিলো।অবশ্য মন্ত্রী টিসি দিতে নিষেধ করেছেন পরে।

আমি আশাবাদী,প্রচণ্ড আশাবাদী এই স্কুল কলেজের ছেলেমেয়েদের নিয়ে।বাংলাদেশে নতুন একটা টারনিং পয়েন্ট নিয়ে এসেছে এরা।বাংলাদেশের ঘুণপোকায় ধরা সিস্টেমে এরা পরিবর্তন আনবেই।সরকারের বৃদ্ধ মন্ত্রী আমলারা এবার একটু নড়েচরে বসুন।এক একটা বারুদ তৈরি হচ্ছে দেশে।অনেকে চুশিল দেখি ভাষা নিয়ে উঠেপরে লাগছে।ওইসব চ্যাটের বালদের ছাত্ররা চাবিরাখ দিয়া ভইরে দেয়।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০০

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: ভালো বলেছেন। কোটা আন্দোলনের মতো এ আন্দোলনও থমকে না গেলে হয়।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪০

অবলাল রশ্নি বলেছেন: ধন্যবাদ ভাই।থমকে যাওয়া নিয়েই যত ভয়।

২| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: অশ্লীলতা পরিহার করতে হবে।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩০

অবলাল রশ্নি বলেছেন: When you play with a gentleman, you play like a gentleman. But when you play with bastards, make sure you play like a bigger bastard. Otherwise, you will lose
-Sheikh Mujibur Rahman

কার সাথে কিভাবে খেলতে হবে জাতিকে জাতির জনক তা বহু আগেই শিখিয়ে দিয়ে গেছেন। :)

৩| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের সামনে কি তাহলে আশার আলো আসছে?

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪১

অবলাল রশ্নি বলেছেন: অবশ্যই ভাই।বিশ্বাস রাখুন আলো আসবেই সুবোধরা জেগে উঠেছে।

৪| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫

তাওহিদ হিমু বলেছেন: প্রশ্ন যেখানে প্রাণরক্ষার, শ্লীলতা বা ভাষা সেখানে অর্থহীন।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭

অবলাল রশ্নি বলেছেন: সেটাই ভাই।

৫| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:১০

কিশোর মাইনু বলেছেন: মিথ্যা সান্তনায় আন্দোলন থামবে না ব্রো।
বাস্তবায়ন চাই।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬

অবলাল রশ্নি বলেছেন: বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আশাবাদী।

৬| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:৪২

ইফতেখার ভূইয়া বলেছেন: ছাত্রদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাই। পাশাপাশি ভাষার প্রতিও কিছুটা নজর দেয়ার অনুরোধ জানাই। আন্দোলন, ক্ষোভ সম্পূর্নভাবে যৌক্তিক, কিন্তু তাদের কিছু প্ল্যাক্যার্ডের ভাষা অতি নিন্মমানের এবং নিন্দনীয়। অসুন্দরকে সুন্দর বলার অবকাশ নেই। আন্দোলন চলুক দুর্বার গতিতে।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৭

অবলাল রশ্নি বলেছেন: When you play with a gentleman, you play like a gentleman. But when you play with bastards, make sure you play like a bigger bastard. Otherwise, you will lose
-Sheikh Mujibur Rahman

অতি নিন্মমানের এবং নিন্দনীয় কথাটা মানতে পারলাম না।স্ট্যান্ডার্ড টা কোথায় আছে।নেই কোথাও।পৃথিবীর সব দেশেই ক্ষোভের ভাষা মারাত্মক লেভেলের। তা না হলে ঘুমিয়ে পড়া জাতি কিভাবে জাগবে বলেন? আর জাতিকে জাগানোর তরিকা বঙ্গবন্ধু বহু আগেই শিখিয়ে দিয়েছেন।

৭| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: ছাত্রদের প্ল্যাকার্ডে হয়ত কিছু গালি আছে, আবার, এও তো ঠিক, তারা ভাষাব্যবহারে ব্যাপক ক্রিয়েটিভিটিও দেখিয়েছে। যখন মানুষ নৃশংসভাবে মারা যায়, তখন কী ভাষায় এর প্রতিবাদ হচ্ছে, সেটা গৌণ, মর্মে মর্মে কী বুঝাতে চাইছে, সেটাই মূল।

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৫

অবলাল রশ্নি বলেছেন: ঠিক বলেছেন ভাই।আসলে শখানেক প্ল্যাকার্ডেের মধ্যে দুই একটা এমন থাকে আর মানুষজন ওই ছবি গুলোই বেশী তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ে।বেশীর ভাগ প্ল্যাকার্ডের ভাষাই কিন্তু সংযত ও সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.