নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষণ্ণতা । একা থাকা । কবিতা

অবলাল রশ্নি

অবলাল রশ্নি › বিস্তারিত পোস্টঃ

লুপ

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯



প্রোগ্রামিং এর লুপের মত জীবনটাও যেন পাক খেয়ে ঘুরছে।প্রোগ্রামিং এ না হয় ব্রেক স্টেটমেন্ট দিয়ে লুপ থেকে বের হওয়া যায় কিন্তু জীবনের লুপ থেকে বের হওয়ার ব্রেক স্টেটমেন্ট কি আছে?

ধরে নিলাম প্রতিদিনের রুটিনবিহীন কাজের কথা যেখানে ক্লাস,খাওয়াদাওয়া,ঘুম,বিনোদন,ব্যায়াম কোন কিছুই ঠিকঠিকানা নাই।এক অদৃশ্য অনিশ্চিত গোলকধাঁধার মধ্যে ঘুরপাক খাওয়ার মত।পৃথিবী থেকে খুব জোরে কোন বস্তুকে ছুঁড়ে ফেলা হলে তা যেমন মহাকর্ষ টানে পৃথিবীকে
কেন্দ্র করে অযথাই ঘুরপাক খেতে থাকে ঠিক তেমনি আমিও যেন অলসতা নামক বোকা গোলকের চারপাশে ঘুরে মরছি।
নাহ একে শুধু অলসতা বলা যাবে না এর সাথে বিষাক্ত গ্যাসের মত আছে অনীহা,অতৃপ্তি,হতাশা,বিষণ্ণতাএকাকীত্ববোধ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: এ বেয়ারাম থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে। নইলে, জীবন নিজের,পরের কারো কাজে আসবে না। পৃথিবীর বুঝা হয়ে- একটাসনয় শেষ হয়ে যাবে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২২

অবলাল রশ্নি বলেছেন: তা ই করতে হবে ভাই।এই ব্যারাম থেকে মুক্তির পথ খুঁজতে হবে।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: উপস্থাপন ভালো লেগেছে। আপনার লিখার হাত ভালো।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

অবলাল রশ্নি বলেছেন: ধন্যবাদ ভাই :)

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫০

সনেট কবি বলেছেন: ভালো।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

অবলাল রশ্নি বলেছেন: ধন্যবাদ ভাই :)

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: টাকা থাকলে রক্তের দাগ ধুয়ে ফেলা যায়। টাকার চে বড় ওয়াশিং পাউডার জগতে কিছু নেই।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

অবলাল রশ্নি বলেছেন: অকাট্য সত্য কথা বলেছেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.