নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষণ্ণতা । একা থাকা । কবিতা

অবলাল রশ্নি

অবলাল রশ্নি › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত ভালোবাসার গল্প-১

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২২




আমাদের মধ্যে সম্পর্কটা আসলে কি ছিল? জানি না আমি।বন্ধুত্ব বলা যাবে না, প্রেমও বলা যাবে না।পুরোপুরি নামহীন এক সম্পর্ক। যখনই
চেয়েছিলাম সম্পর্কের একটা নাম থাকুক তখনই বুকের ভেতরটা উলটপালট হয়ে যায়।এত অসহায় জীবনে লাগে নি কখনো।শেষমেষ আমার খেরোখাতায় লেখা কিছু কথা আমি বলি ওকে।বলার পর ওপাশে চুপ।কোন কথা নেই।মেসেজ সীন করে রিপ্লাই নেই।আমি তক্ষকের মত অপেক্ষা করছি।মুহূর্তগুলো যেন আলোকবর্ষ পাড়ি দিচ্ছে।টুং করে মেসেঞ্জারে শব্দ।আমার মেসেজ দেখতে গিয়ে হাত কাঁপছে,খেয়াল করলাম পুরো পিঠ ঘামে ভিজে গেছে।কত বছরের নামহীন সম্পর্ক আমাদের!ওর ছোটবেলার ফ্রক পরা ছবি চোখের সামনে ভেসে উঠে।ওই
বোকা বোকা মিষ্টি মেয়েটার দিকে আমি যে মুগ্ধ নয়নে তাকিয়ে ছিলাম তা কখনো বলা হয় নি ওকে।বলবো আমি সব বলবো। কত কোটি কোটি কথা যে জমিয়ে রেখেছি বুকে।তুমি শুনবে তো?

আমি জানি তুমি বলবে, এতদিন পর কেন?
আসলে আমি বড্ড অগোছালো স্বভাবের তা তো তুমি জানো।কোন কাজই আমি ঠিকভাবে করতে পারি না।

আমি জানি তুমি বলবে, এত কষ্ট দিলে কেন?
হ্যাঁ, অনেক কাঁদিয়েছি তোমাকে। অবহেলার শেষ সীমা পর্যন্ত গিয়েছি।তুমি ফোন করতে বলে বিরক্ত হয়ে ফোন বন্ধ রেখেছি।কত আবেগ নিয়ে লেখা মেসেজের উত্তর দেইনি, হেঁসে উড়িয়ে দিয়েছি।অপমান করতেও ছাড় দেইনি।তবুও তুমি পাশে ছিলে।তখন বয়স কম ছিল।
ভাবতাম কোন পরী আসবে জীবনে।তুমি তখন খুব সাধারণ একটা মেয়ে।
সেই সাধারণ বোকা মেয়েটাকে যে আমি এতটা ভালোবেসে ফেলব তা কি পৃথিবীর কেউ ঘুণাক্ষরেও টের পেয়েছিলো?





মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: মানূষের জীবনে সবচেয়ে মধুময় সময় হচ্ছে ভালোবাসাবাসির সময়টা।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩২

অবলাল রশ্নি বলেছেন: অভাগাদের এই সময়টা তিক্ততা দিয়ে ভরা

২| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ভালোবাসা খুব ওভাররেটেড বিষয়। তারপরেও আমরা এই বিষে আক্রান্ত হই।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫

অবলাল রশ্নি বলেছেন: বিষের প্রতি তীব্র আকর্ষণ এড়ানো কার সাধ্য?

৩| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাবতাম কোন পরী আসবে জীবনে।তুমি তখন খুব সাধারণ একটা মেয়ে।
পরীর ভাবনা আসে মন থেকে,
কারো কারো চোখে কালো মেয়েও
পরী হয়ে যায় ।
..................................................................................................................

..................................................................................................................
দে খুন পরীর সাথে প্রেম

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৭

অবলাল রশ্নি বলেছেন: উড়নচণ্ডী মন তখন ভালোবাসা কি বুঝত না।বাহিরের চাকচিক্যে মোহগ্রস্ত ছিল

৪| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২২

খায়রুল আহসান বলেছেন: অসমাপ্ত তো অবশ্যই, অতি সংক্ষিপ্তও বটে। প্রথম পর্বেই আরো কিছুটা সাবস্ট্যান্স যোগ করতে পারতেন।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০

অবলাল রশ্নি বলেছেন: আসলে লেখাগুলো টাইপ করার সময় প্রচণ্ড মন খারাপ থাকে। একসময় ক্লান্ত হয়ে যাই, হাত চলে না তখন

৫| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৯

চাঙ্কু বলেছেন: ভালোবাসা বলে কিছু নাই :P

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০

অবলাল রশ্নি বলেছেন: কিছু না থাকলেই ভালো হত হয়তো

৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯

বিজন রয় বলেছেন: আপনি কোথায়?
এ সপ্তাহে আপনার কবিতা এখানো পাইনি।

নতুন কবিতা দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.