নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাতে অমর একুশে বইমেলায় আগুন নাকি নাশকতা!!! রেজা ঘটক

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৬

রোববার বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলন করে শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চের প্রতি সংহতি প্রকাশ করে প্রকাশকরা বলেছিলেন, `গণজাগরণ মঞ্চ যতদিন থাকবে, ততদিন অব্যাহত থাকুক বাঙালির প্রাণের উৎসব বইমেলা।' আর রাত একটায় বইমেলার পুকুরপাড়ের ধীরেন্দ্রনাথ চত্তর অংশে আগুন লাগল!!! আগুনে পুড়ে যায় ২৬২ থেকে ৩০৫ ইউনিট পর্যন্ত সবগুলো কয়টি স্টল। রাত দুইটায় আবার আগুন লাগে ৩৬০ ও ৩৬১ নম্বর স্টলে জিনিয়াস পাবলিকেশনে!!! রাত আড়াইটার দিকে আগুন লাগে ৩৩০ ও ৩৩২ নম্বর স্টলে বিজয় প্রকাশনিতে!!! তিন দফা আগুন লাগে কীভাবে? রাত নয়টার পর থেকে মেলা প্রাঙ্গনে সব বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ থাকে। তাই এখানে শর্ট সার্কিটজনিত দুর্ঘটনা ঘটা সম্ভব নয়। অমর একুশে বইমেলায় রাত একটায় আগুন লাগা কোনো দুর্ঘটনা হতে পারে না। এটা নাশকতা। একজন লেখক হিসেবে আমি এটা মেনে নিতে পারছি না। সরকারের প্রতি অমর একুশে বইমেলার সব ধরনের নিরাপত্তা বাড়ানোর দাবি করছি।

বইমেলার শুরুর দিকে বাংলা একাডেমীর সামনের সড়ক বন্ধ ছিল। কয়েকদিন পর তা কীভাবে খুলে গেল? কার ইসারায় খুলে গেল? সেই সড়কে বারোয়ারি জিনিসের মেলা!! পায়ে হাঁটারও সুযোগ নেই। প্রশাসন কী অন্ধ?

প্রথমে আমার পতাকায় ওরা হাত দিয়েছে। তারপর ওরা শহীদ মিনার ভেঙেছে। তারপর ওরা জাতীয় মসজিদে জায়নামাজ পুড়িয়েছে। আর এবার অমর একুশে বইমেলায় আগুন। এরপরেও সরকারকে সিদ্ধান্ত নিতে তালবাহানা করতে হবে???





মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

রাফা বলেছেন: অনুসন্ধান করে দেখা উচিত সরকারের।

আমাদের বাঙালীর প্রতিটি জাতিয় সাংস্কৃতির আয়োজনেই হামলা হোয়েছে।এবং প্রতিটি আক্রমনই হোয়েছে ধর্মের দোহাই দিয়ে।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

চলতি নিয়ম বলেছেন: রথমে আমার পতাকায় ওরা হাত দিয়েছে। তারপর ওরা শহীদ মিনার ভেঙেছে। তারপর ওরা জাতীয় মসজিদে জায়নামাজ পুড়িয়েছে। আর এবার অমর একুশে বইমেলায় আগুন। এরপরেও সরকারকে সিদ্ধান্ত নিতে তালবাহানা করতে হবে???

কিছু বলার ভাষা নেই।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০২

নায়করাজ বলেছেন: ওরা যুদ্ধের ফ্রন্ট বাড়াচ্ছে। যাতে করে মূল ইসু্য অর্থাৎ ফাসির দাবি চাপা পড়ে যায়।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

প‌্যাপিলন বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনার পক্ষশক্তি যখন ক্ষমতায় তখনই মুক্তিযুদ্ধের চেতনা সবচেয়ে বেশি অসহায়- শহীদ মিনারে আগুন, প্রাণের পতাকায় দ্বিখন্ডিত, এবার বইমেলায় আগুন, তাও পরপর তিনবার

এখন প্রশ্ন জাগে এসবকি সরকারের সম্মতিতেই ঘটছে, তা না হলে আমরা কেন এভাবে প্রতিটি পদে পদে মার খাচ্ছি। সরকারের একটি প্লাস পয়েন্ট হচ্ছে চারিদিকে এত ব্যার্থতার পরও সরকারকে কেউই দায়ী করছেনা। সরকারের ওপর কোন চাপ নেই। এমুহুর্তে সরকারের কাছে কোন কিছুর বিচার, বা প্রতিকার চাওয়াটা কৌতুকের মতোই মনে হয় কারণ একটা ঘটনারও প্রতিকারে সরকার কোন সাফল্য দেখাতে পারেনি

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

সুফিয়া বলেছেন: নায়ক রাজের সাথে একমত। ওরা মূল ইস্যূ থেকে সাধারণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে চাচ্ছে।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

তাসবীর আহমাদ বলেছেন: "... গিন্নী বলেন-কেষ্টা বেটাই চোর"! =p~ =p~ সবার উপরে ঘটক সত্য-তাহার উপরে নাই-অতএব, ঘটক যাহা বলিবেন-তাহাই সত্য :(( :(( :((

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

তাসবীর আহমাদ বলেছেন: "... গিন্নী বলেন-কেষ্টা বেটাই চোর"! =p~ =p~ সবার উপরে ঘটক সত্য-তাহার উপরে নাই-অতএব, ঘটক যাহা বলিবেন-তাহাই সত্য :(( :(( :((

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

সাদা রং- বলেছেন: সরকার ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করবে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.