নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

আড়ং-এর পন্য কিনে নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ান!

০৪ ঠা জুন, ২০১৯ ভোর ৬:৫৪

বাংলাদেশে আপনি ভালো কাজ করবেন তো আপনার শত্রুর অভাব নাই। আপনি চুরি-ছিনতাই-লুটপাট করেন, আপনি মহান। আপনি গরীবের রক্ত চুষে খান, আপনি মহান। আপনি গুম, খুন করেন, আপনি মহান। খাদ্যে ভেজাল মেশান, আপনি মহান। মানুষের চামড়া দিয়ে ডুগডুগি বাজান, আপনি মহান। আমরা এক অতীব মহান মানুষে ভরপুর দেশে হুটোপুটি খাচ্ছি।

গরীব কৃষকের রক্ত চুষে চুষে ব্র্যাক আজ এই পর্যায়ে এসেছে। বাংলাদেশে এনজিও'র অপর নাম মরণ ফাঁদ। একদিকে সরকার মানুষের রক্ত চোষে। অন্যদিকে এনজিওগুলো তাই অনুসরণ করে। চোরে চোরে মাসতুত ভাই! আড়ং ব্র্যাকের একটি পোষাক খাতের রক্ত চোষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান মানুষের পকেটের টাকা কীভাবে চুষে নেয়, তা আপনি টের পান না। কারণ আপনি এক নাম্বার কলুর বলদ।

ঈদ উপলক্ষ্যে আড়ং নতুন ব্যবসা পেতেছে। সাধারণ জনগণের পক্ষে সেই অবৈধ ব্যবসার রাস টানতে গিয়েছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের পাঁচ সিকির এক ম্যাজিস্ট্রেট! এত্ত বড় সাহস! ব্র্যান্ড ভ্যালু'র উপরে হাত! জনগণের বন্ধু সাদামনের রাষ্ট্রপতি যেখানে স্বয়ং আড়ং-এর পন্য কিনে ধন্য হন! লও ঠ্যালা! ২৪ ঘণ্টা না যেতেই বদলি। ম্যাজিস্ট্রেট গিরি ফলাও। ফজলে হোসেন আবেদ একজন নাইট স্যার, এই খবর রাহো মিঞা!

জনগণের স্বার্থে সরকার! জনস্বার্থে ব্র্যাক! এই শ্লোগান মুখস্থ না কইরা ম্যাজিস্ট্রেট হইছো মনু! সোজা খাড়গাছড়ি যাইবার ইচ্ছা হইছে! সরকারি চাকরি কইরা সরকারের নীতি বোঝো না। কই কৃষকের ধানের দাম কী বাড়ছে? খাদ্যের ভেজাল কী কমছে? উন্নয়নের ফাফরের মধ্যে নীতি ফুটাইতে আইছো? এবার হলো তো!

এর আগে আমাদের মহামান্য রাষ্ট্রপতি প্রকাশ্য দিবালোকে খুন হওয়া বিশ্বজিতের খুনিদের ক্ষমা করে দিয়েছেন। এবার তিনি জনগণের ভোক্তা অধিকারের স্বার্থে কর্মরত একনিষ্ঠ এক ম্যাজিস্ট্রেটকে আড়ং-এর অসৎ ব্যবসায় আঙুল উঁচু করাতে বদলি করলেন। তাও ২৪ ঘণ্টা না যেতেই। কে বলেছে আমাদের প্রিয় রাষ্ট্রপতি'র ক্ষমতা নাই! দেখলেন তো এবার ক্ষমতা!

--------------
৪ জুন ২০১৯





মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ৭:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Ohhhh God

২| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের সবচেয়ে ধনী, সবচেয়ে অলস ও দেশের ১ নং বেকার হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব।

৩| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১০:১৩

বলেছেন: লহ ঠেলা..... হেইয়াহু।

হা হা হা - জনাব চাঁদগাজী কে এই মন্তব্যের জন্য নবেল দেয়া জরুরি --; সেলুট গাজী সাব --- ১নাং বেকার হলো বাংলাদেশের প্রেসিডেন্ট ---

৪| ০৪ ঠা জুন, ২০১৯ সকাল ১১:১৬

রাজীব নুর বলেছেন: এখন সমাধান কি? ভবিষ্যতে যেব আর এরকম না হয় সেই কাজ করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.