নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মন থেকেই লিখি। কাউকে হেয় করার জন্যও না কাউকে উদ্দেশ্য করেও না। মানুষ মাত্রই ভুল, ভুল হলে শোধরিয়ে দিবেন; আশা করি।

রেযা খান

রেযা খান › বিস্তারিত পোস্টঃ

আজো খুজি সে কৈশর!!! :(

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩২

ব্রীজ থেকে খালে ঝাপ দেয়া,গাছের ডগা থেকে পুুকুরে লাপ।পূর্ণিমা রাতে ব্রীজের উপর বসে আড্ডায় মেতে উঠা। গাছের মগডালে উঠে লাল টুকটুকে আমটা পাড়া।
গ্রীষ্মের খা খা রোদে ক্রিকেট খেলা সারাদিন আপোষহীন। পুকুরের পানি থৈ থৈ করে ডুব সাঁতার ।
বর্ষায় বিলের অথৈ পানিতে জাল ফেলা।বেলা নিয়ে ছুটে চলা।শাপলা কুড়ানো, ডুব দিয়ে শালূক তোলা।বৃষ্টি আর কাদায় ফুটবল খেলা।
শীতের ভোরে রসের হাঁড়ি নিয়ে ঘরে ফেরা। উষা লগ্ন থেকে সূর্য স্নান।কন কনে শীত আর কুয়াশা ঢাকা রাতে “কুয়াশা ভাতি”।সোনালী ধানের ক্ষেতে ঘুড়ি উড়ানো।
আজ-কালকার ছেলেদের জন্য হয়তো কল্প-কথা, তবে এগুলো আমাদের ছিলো বাস্তবতা!!!!!
এসব আজ খুব মিস করছি। মিস করছি এসবে জড়িয়ে থাকা বাল্য বন্ধুদের। তবে কি আমাদের কৈশর শেষ!!!
আজো খুজি সে কৈশর। এই জীবনটা ফিরে পেতে চাই আবার, বার বার!!!!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪২

আশরাফুল এষ বলেছেন: টাইম ট্রাভেল ব্যাবহার করে অতিতে চলে যান .।(যদিও সম্ভব না) হাহাহা

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫২

রেযা খান বলেছেন: :(

২| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৬

ওমেরা বলেছেন: যতই চান না ফিরে পাওয়া সম্ভব না।

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৫

রেযা খান বলেছেন: হামমমম। আমি না পারলেও , অনন্ত দা পাড়বে।বেসম্ভবকে সম্ভব করা উনার কাজ.. B-)

৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হারােনা সময় ফেরেনা কখনো :((
যায় যে দিন আসেনা ফিরে
সোনালী স্মৃতিরা কেবলই তাড়া করে
বারবার পিছু চাই সবে পিছু ফিরে!


+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.