নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মন থেকেই লিখি। কাউকে হেয় করার জন্যও না কাউকে উদ্দেশ্য করেও না। মানুষ মাত্রই ভুল, ভুল হলে শোধরিয়ে দিবেন; আশা করি।

রেযা খান

রেযা খান › বিস্তারিত পোস্টঃ

বই

০৫ ই মে, ২০১৮ রাত ১২:৪০

“বই” আপনার/আমার সবচেয়ে আপন বন্ধু। যার সাথে রাগ দেখালে অভিমান করে না। কথা না বললে প্রতিবাদ করে না। মতের অমিল হলে বাড়াবাড়ি করে না। কোন আলোচনায় একমত হলে সামনে এগিয়ে যায়, আবার দ্বীমত হলে সেখানেই বন্ধ হয়ে থাকে।আপনি যদি তার সাথে কথা না বলেন, বাসার এক কোণে বসে থাকে। আর যদি আপন করে নেন তাহলে ঘুমানোর সময় সে আপনার বুকের উপরই থাকে। আপনি যদি তাকে অবহেলা করেন কোন যন্ত্রণা না দেখিয়ে নিজেই পঁচে যাবে।যাকে আপনি ত্যাগ না করলে সে কখনও আপনাকে ত্যাগ করবে না। এর চেয়ে ভালো বন্ধু কে হতে পারে বলুন!!
আজ আমরা এই মহান বন্ধুকে ভুলে সামাজিক মাধ্যমগুলোতে আসক্ত হচ্ছি।প্রতিটা বিষয়ে অপরিপক্ক জ্ঞান নিয়ে বাড়াবাড়ি করছি। সিংহভাগ সময় ব্যয় করছি এই মাধ্যমগুলোতে। পঞ্চাশ টাকা দিয়ে বই কিনতে চাই না, ১০০ টাকা দিয়ে এম. বি রিচার্জ করি। আসুন একটু চিন্তা করি।
বই পড়ি, প্রিয়জনকে উপহার দিই। ছোটদের পড়তে উৎসাহিত করি। বই হোক আমাদের অবসরের সঙ্গী।


বিঃদ্রঃ ছবিটি গুগল থেকে সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৮ রাত ১:০৯

অর্ক বলেছেন: আহ একসময় কতো বই পড়তাম! দারুণ আবেদন আপনার লেখায়। কম্পিউটার স্মার্টফোন ইন্টারনেট স্যাটেলাইট টিভি সবাই মিলে বইকে তীলে তীলে গলা টিপে হত্যা করলো যেন! আবার কি সেই দিন ফিরবে!

অনেক ধন্যবাদ পোস্টের জন্য। আপনার আকাঙ্ক্ষা পূরণ হোক। সবাই ফের বই তুলে নিক হাতে।

শুভকামনা।

০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৫

রেযা খান বলেছেন: ভালোবাসা রইলো। দোয়াই কাম্য।

২| ০৫ ই মে, ২০১৮ রাত ১:৪০

ওমেরা বলেছেন: একজনকে বই উপহার দিয়েছিলাম ছয় মাস পর সেই বাসায় আমার হাত থেকে বই নিয়ে যেখানে রেখেছিল সেখানেই আছে , বই উপরে ধুলোর স্তর পরে গিয়েছে।

০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৬

রেযা খান বলেছেন: কি বলবো !!!

৩| ০৫ ই মে, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: আমি প্রচুর বই কিনি। প্রচুর বই পড়ি।
যতই ব্যস্ত থাকি, রাতে ঘুমানোর আগে কিছুক্ষন বই পড়ি। পড়বোই।

০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৭

রেযা খান বলেছেন: এই অভ্যাসটা আমাদের গড়ে তুলা উচিত।

৪| ০৫ ই মে, ২০১৮ সকাল ১১:৪৮

আকতার আর হোসাইন বলেছেন: বই হোক আমাদের নিত্যদিমের সঙ্গী...

৫| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: সত্যি নিয়মিত বই পড়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.