নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছোট মানুষ .... বুঝি কম

আর.হক

আর.হক › বিস্তারিত পোস্টঃ

সাভার ট্রাজেডির মেগা ছবি ব্লগ-১

০২ রা মে, ২০১৩ রাত ১০:৪০

আর .হক ইজ ব্যাক। ৫ মাস পর

দীর্ঘদিন বিভিন্ন কারণে কোন পোস্ট দেয়া হয়নি। সাভার ট্রাজেডি নিয়ে দীর্ঘ বিরতির পর আবার শুরু করার চেষ্টা করছি।



২৪ এপ্রিল ২০১৩ । বাংলাদেশের ইতিহাসে এক মর্মান্তিক ইতিহাস রচিত হয়েছে। সাভারের রানা প্লাজা ধসের ঘটানায় হতাহতের সংখ্যা কয়েক হাজার। টেলিভিশনে লাইভ , অনলাইন পত্রিকায় নিয়মিত আপডেড, ফেসবুকে প্রতি মুহুর্তে আপলোড, দৈনিক পত্রিকার নিউজ, ব্লগে নিয়মিত পোস্টের মাধ্যমে সাভারের ঘটনা বাংলাদেশ সহ সারা পৃথিবী অবগত।



এ মর্মান্তিকতা ডেকে নিয়ে এসেছে মানবিক বিপর্যয়। ঘটনার পর থেকে প্রশিক্ষিত বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূত সহায়তায় শুরু হয় উদ্ধার তৎপরতা। নেমে আসে লাশের মিছিল, আহতের বিশাল সাড়ি।

স্বজনের খোঁজে ছুটে আসে স্বজনেরা, চলে শোকের মাতম, গগন বিদারী আহাজারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা প্রহর।



রানা প্লাজার ধ্বংসস্তুপ, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া মানবতা, বাহিনী ও সাধারণ জনতার উদ্ধার তৎপরতা, হতাহতের অবস্থা, শ্রমিক আন্দোলনসহ সবকিছু নিয়মিত আপডেড দিয়ে যাচ্ছে টিভি, ফেবু, পত্রিকা, ব্লগ সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ছবিগুলোকে একত্রিত করে এ মেগা ছবি ব্লগ। আজকে তার প্রথম পর্বঃ



ধারাবাহিক ভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে..................



অভিশপ্ত রানা প্লাজাঃ



অভিশপ্ত রানা প্লাজা, ধসের আগের দিনের ছবি



ভবন ধসের পরে সাইনবোর্ডটি অক্ষত রয়েছে কালের সাক্ষী হিসেবে



ধ্বংসস্তুপের পাশে উৎসূক জনতা



ধসে পড়া ভবনের পেছনের অংশ



রানা প্লাজার ধ্বংসস্তুপ



কিছুক্ষন আগেও যা ছিলো বিশাল ভবন তা এখন শুধুই ধ্বংশস্তুপ



ভেঙ্গে পড়া ভবন



ভাঙ্গা পিলারগুলোর উপরে দাড়িয়ে আছে ধসে পড়া ভবন



এটা কোন যুদ্ধাক্ষেত্র নয়, অবহেলায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপ



ধ্বংসস্তুপের নিচেঃ



তার পা ছাড়া পুরোটাই চাপা পড়ে আছে



পিলারের নিচে পুরো শরীর



দেয়াল ভেঙ্গে বের করার চেষ্টা চলছে,



চিরদিনের জন্য বুজে গিয়েছে আখি দুটি, এ হাত আর কখনো সুই সুতা ধরবে না



হয়তো সিড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না







শুধু একটি পা দেখা যাচ্ছে, আর কখনো এ পা দিয়ে হেটে বাড়ী যাবে না



বাঁচার আশায় হয়তো সিড়ি বেয়ে উঠছিলেন কিন্তু সেখানেই সলিল সমাধি



বাঁচার আশায় দুই হাত ‍তুলে জানিয়ে দিচ্ছেন তিনি এখনো বেচে আছেন, বাঁচতে চান



হয়তো প্রিয় কেউ দিয়েছিলো নুপুর টি , নুপুর দেখানো পা দেখিয়েই বিদায় জানিয়ে গেলো



ঐ হাতটি দিয়ে কি লিখেছিলো........বিদায় বিশ্ববাসি?



চির নিদ্রায় ঘুমিয়ে গিয়েছে চোখদ্বয়



একটি পা দেখা যাচ্ছে বাকী শরীর চাপা পড়েছে ধ্বংসস্তুপের নিচে



শরীরের বাকী অংশ কোথায়?



কতক্ষন আগেও যারা ছিলো সরব, ধ্বংসস্তুপের নিচে তারা সকলে এখন নিরব



এ পা গুলো দিয়ে আর কখনো ফিরে আসবেনা কারখানায়



তার নিয়তি কি এভাবেই ছিলো?



হে বিশ্ব , হাত দিয়ে বিদায় দেয়ার অবস্থা নেই



পাশের সঙ্গীটি ইতিমধ্যে চিরবিদায় নিয়েছেন, কিন্তু তিনি আছে এখনো



সে তো কারো মমতাময়ী মা অথবা বোন.... কিন্তু তারা কি এ বিদায় চেয়েছিলো?



বেঁচে থাকার আশায় লোহার রড ধরে রেখেছিলো শক্ত করে



ভবনের নিচে চাপা পড়ে সে কি বেঁচেছিলো?



মর্মান্তিক..........



হাতের বালা দুটি এখন পরিবারের সম্বল



সখি সাথে সিলাই করা আর হবেনা কখনো



শুধু দুটি পা, বাকী মানুষটা কোথায়?



শক্ত করে পিলারটি ধরে রেখে চেষ্টা করছেন বেঁচে থাকার





প্রিয়জন চিরতরে বঞ্চিত হলো এ হাতের সোহাগ থেকে



কাজে যোগ দিয়েছিলেন কিন্তু আর কর্মস্থলেই শেষ ঠিকানা



এ পিলার থেকে আর বের হওয়া সম্ভব হয়নি







আমরা ক্ষমাপ্রার্থী







হে মানুষেরা , আমি এখনো বেচে থাকতে চাই







শরীর চাপা পড়ে ঝুলে আছে পা দুটি



কারো মাথা উপরে, কারো নিচে



হাত দুটি



লাঞ্চ আর করা হলো না



পৃথিবীর জন্য কি চিঠি রেখে যাচ্ছে সে?











কতটা করুণ...........







মাটিকে আঁকড়ে ধরার চেষ্টা







কারো শরীরে কারো পা







শেষ মুহুর্তেও আঁকড়ে ধরে রাখার চেষ্টা



পরিচয় বহনকারী কার্ডটি তুলে ধরার শেষ চেষ্টা



























নির্লিপ্ত নিথর দেহ







শেষ নিঃশ্বাস হয়তো এখানেই ত্যাগ করেছে



বাড়িয়ে দেয়া হাতটিতে কি আর প্রান ছিলো?







মানুষ মানুষের জন্য( উদ্ধার তৎপরতায় সাধারণ জনগন)ঃ



উদ্ধার কাজে নেমে এসেছে সাধারণ জনগন



ধ্বংসস্তুপ থেকে নামিয়ে আনা হচ্ছে একজনকে



কাদা পানির মধ্যেই চলছে উদ্ধার



মানবতার টানে সাধারন জনগনের স্বঃস্ফুত অংশগ্রহন



পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মাঝে উদ্ধার চলছে



বের করে আনা হচ্ছে একজন নারী শ্রমিককে



একটি একটি ইটকে সড়িয়ে ফেলা হচ্ছে হাতে হাতে



প্রয়োজনীয় জিনিসগুলোর সহায়তা চেয়ে কাগজে লিখে আহবান



আহত, নিহতদের নিয়ে এভাবে ছুটে চলে উদ্ধারকর্মীরা



ধ্বংসস্তুপ থেকে বের হয়ে যেন নতুন জীবন



স্ট্রেচার সংকট, তাই কোলে করেই নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদে



ছাত্র, যুবক, শ্রমিক সবাই ছুটে এসেছে স্বেচ্ছায়



প্রশিক্ষিত বাহিনীর সাথে সাথে সহায়তা করে যাচ্ছে প্রানপণ



কে আপন, কে পর..... সবাই তো মানুষ



জীবন বাজি রেখে চলছে উদ্ধার



সকলেই আজ একই কাতারে এসে দাঁড়িয়েছে



এখানে নেই কোন ভেদাভেদ, শুধুই উদ্ধার



উৎকন্ঠিত জনগন



পূর্ব অভিজ্ঞতা নেই কিন্তু মানবতাই যেন শক্তি



উদ্ধার তৎপরতায় অভিনব পদ্ধতি



প্রতি মুহুর্তে জীবনের ঝুঁকি তবুও থেমে নেই উদ্ধার







সকল কিছুকে তুচ্ছ করে নামিয়ে আনছেন একেক জনকে



একেক পর এক সুরঙ্গ কেটে ভিতরে প্রবেশ করছেন উদ্ধারকর্মীরা



কোন ঘন্টা হিসেব করে নয় , চলছে অবিরাম



উদ্ধার তৎপরতায় অসুস্থ হয়ে নিজেই চিকিৎসাধীন



উদ্ধার কাজে নেমে এসেছে নারীরাও



এখানে কোন দল,মত নেই । সকল কিছুর উর্ধ্বে উঠে সাধারণ মানুষ নেমে এসে উদ্ধার কাজে। ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, নারী সকলেরই একটা পরিচয়............ আমরা মানুষ , মানুষ মানুষের জন্য।







বিঃদ্রঃ পোষ্টে ছবি বেশী হওয়ায় আগামী পর্বের জন্য কিছু ছবি উঠিয়ে নিলাম।



পরবর্তী পর্বে থাকবে আরো অনেক ছবি , আপনাদের কাছে এছাড়াও ছবি থাকলে দেয়ার অনুরোধ রইল। এক সাথে সংরক্ষনে থাকুক এ মর্মান্তিক সাভাব ট্রাজেডি

মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ রাত ১১:০৬

অকৃতজ্ঞ বলেছেন: :(

০২ রা মে, ২০১৩ রাত ১১:২৬

আর.হক বলেছেন: সাথে থাকায় ধন্যবাদ

২| ০২ রা মে, ২০১৩ রাত ১১:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আসলে এমন একটি বিষয় নিয়ে আপনি ছবি তুলেছেন, ভালো লাগল গৎবাধা সেই কথাটি বলতে পারছি না। অনেক কষ্ট করেছেন, ছবিও হয়েছে ভালো, এত মৃত্যু ভালো লাগছে না। বার বার চোখ ভিজে যাচ্ছে মানুষের এই করুন পরিনতিতে। এই পৃথিবীতে তারা হয়ত ভালো থাকতে পারে নি, দোয়া করি তারা ভালো থাকুক, সেই অদেখা চির সুন্দর পৃথিবীততে।

০২ রা মে, ২০১৩ রাত ১১:৩১

আর.হক বলেছেন: প্রান্তিক এ মানুষগুলো সব সময় অবহেলিতই রয়ে গেলো।। আশ্বাস...... আর আশ্বাস কিন্তু বাস্তবায়ন কতটুকু?

৩| ০২ রা মে, ২০১৩ রাত ১১:১৯

যুবায়ের বলেছেন: :(

০২ রা মে, ২০১৩ রাত ১১:৩৪

আর.হক বলেছেন: ভারাক্রান্ত হৃদয়

৪| ০২ রা মে, ২০১৩ রাত ১১:২৩

ব্লগ ৪১৬ বলেছেন: চোখটা কেন জানি পানিতে ভিজে উঠছে। হতে পারতো আমার বা আমার আমার কোন পরিবারের কোন সদস্যদের ও এই পরিনিতি। কতো কষ্ট পেয়ে তারা চলে গেছে না ফিরার দেশে।

০২ রা মে, ২০১৩ রাত ১১:৪৮

আর.হক বলেছেন: এ শোকের ভার বইবো কিভাবে মোরা?

৫| ০২ রা মে, ২০১৩ রাত ১১:২৩

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: পোস্টটা ভাল লাগল না। আপনি আবার সেই বিভৎস স্বৃতি মনে করিয়ে দিলেন। :(

০২ রা মে, ২০১৩ রাত ১১:৪৯

আর.হক বলেছেন: এ জাতীয় পোস্ট ভাল লাগার জন্য নয়, খারাপকে স্মরণ করে শিক্ষা নেয়ার জন্য। ছবিতে যতটুকু বিভৎসতা , বাস্তবতায় কতটুকু চিন্তা করেন

৬| ০২ রা মে, ২০১৩ রাত ১১:২৯

গিরিনদী বলেছেন: এই শোক সইবার শক্তি দাও তাদের আপনজনদের খোদা। শক্তি দাও.......

০২ রা মে, ২০১৩ রাত ১১:৫১

আর.হক বলেছেন: হে খোদা মোদের ফরিয়াদ কবুল করো

৭| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৪০

চারশবিশ বলেছেন: খারাপও বলতে পারছিনা আবার ভালও বলতে পারছিনা

যাই হোক আগামী পর্বের অপেক্ষায় রইলাম

০২ রা মে, ২০১৩ রাত ১১:৫২

আর.হক বলেছেন: অপেক্ষায় থাকবেন আশা করি। দ্রুতই দিবো ।

৮| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৪৮

লিঙ্কনহুসাইন বলেছেন: :| :| :| :|

০২ রা মে, ২০১৩ রাত ১১:৫২

আর.হক বলেছেন: কেএসরথি বলেছেন: অমানুষিক কষ্ট।

৯| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৪৯

কেএসরথি বলেছেন: অমানুষিক কষ্ট।

০২ রা মে, ২০১৩ রাত ১১:৫৩

আর.হক বলেছেন: কষ্টের সাথে বসবাস।

১০| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৫৮

একজন আরমান বলেছেন:
:( :( :(

০৩ রা মে, ২০১৩ রাত ১২:০৪

আর.হক বলেছেন: শোকাহত স্বদেশ

১১| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:১৯

রাশেদ রিয়াদ বলেছেন: ভাই,ছবি দেইখা তো মুখে কথা আসতাছে না।

মৃত্যু হয়ত ভাগ্যে ছিল,তাই মারা গেছে...

কিন্তু এই মৃত্যু এতটা কষ্টকর হওয়ার কি কোন দরকার ছিল???

০৩ রা মে, ২০১৩ রাত ১২:৩৪

আর.হক বলেছেন: আমরা মৃত্যু ফাঁদ তৈরী করি আবার আমরাই শেষ ফাঁদে পড়ে জীবন দেই।

১২| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:২১

"চিরকুট" বলেছেন: বাকরুদ্ধ

০৩ রা মে, ২০১৩ রাত ১২:৩৫

আর.হক বলেছেন: সেটাই

১৩| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন: :( :( :( :( :( :(( :(( :((


ভাই বাকরুদ্ধ হয়ে গেলাম ।


সব শেষে কি আবার এরকম হবে :(

০৩ রা মে, ২০১৩ রাত ১২:৫২

আর.হক বলেছেন: পত্রিকার জন্য একটি লেখা লিখতে বসেছিলাম কিন্তু কী বোর্ড চললো না, তাই ছবি দিয়ে লেখার ভাব তুলে ধরলাম

১৪| ০৩ রা মে, ২০১৩ রাত ৩:০০

মিত্রাক্ষর বলেছেন: চোখ ভিজে গেল :(

০৩ রা মে, ২০১৩ সকাল ১০:০১

আর.হক বলেছেন: হওয়ারই কথা

১৫| ০৩ রা মে, ২০১৩ ভোর ৬:০২

ফারুক মৃধা বলেছেন: :( :( :(( :(( :((

০৩ রা মে, ২০১৩ সকাল ১০:০২

আর.হক বলেছেন: চোখের পানি ফেলেনি এরমক লোক নেই বললেই চলে

১৬| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১:০৯

এরিস বলেছেন: ছবি দেখেই এমন লাগছে। জানিনা চাপা পড়া মানুষগুলোর কেমন দুঃসহ যন্ত্রণায় ছিল। আল্লাহ এমন কষ্ট না দিলেও তো পারতেন। রানা খারাপ মানুষ একজন, আর এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার ভালো মানুষ। আচ্ছা, প্রথম ছবিটা কার??

০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৩১

আর.হক বলেছেন: অনুভুতিতে নাড়া দিতেই ছবিগুলো সংকলন। ঝড় যখন আসে তখন সকলেই তার তান্ডবে নিপতিত হয়।
প্রথম ছবিটা অসংখ্য হতভাগাদের একজনের কিন্তু পরিচয় বলা মুস্কিল

১৭| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১:৩৪

পেন্সিল চোর বলেছেন: হতাশ!

০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৩২

আর.হক বলেছেন: হতাশা থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি

১৮| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১:৪৯

সৌমেন্দ্র বলেছেন: আসলে এই নির্মম ঘটনার জন্য দায়ী আমরাই। কারন একটা ঘটনা ঘটলে ২ দিন মিডিয়া, জনগন তোড়জোড় করে চুপ হয়ে যায়। যার ফল এই ঘটনা। তাই আর নয়। আর একটা জীবনও যেন অকালে না যায়। আসুন এখনি প্রতিবাদ করি। যারা এদেশের অর্থনীতির চালক তারা যেন অবহেলাতে মারা না যায়। যাইহোক ধন্যবাদ আপনার পোস্ট এর জন্য

০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৩৫

আর.হক বলেছেন: স্প্রেক্টা গার্মেন্টস, নিমতলী, পলাশবাড়ী ট্রাজেডী, তাজনীন ............ সর্বশেষ সাভার ট্রাজেডি রানা প্লাজা.............. তুমুল ঝড় কিন্তু নতুন কিছু আসলেই পিছনে পড়ে যায় সব কিছু ............. ভুলে যাই অতীত। ..............
...................... পরবর্তী কি??????????/

১৯| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১:৫৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ছবিগুলো দেখতে ভাল লাগতেছে না কিন্তু এগুলো আমাদের সকলের দেখা উচিত। টাকার লোভে কিভাবে কিছু মানুষ গনহত্যা করতেছে এই ২০১৩ সালেও সেটা বোঝাবে আপনার এই ছবিগুলো।

০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৩৬

আর.হক বলেছেন: যতদিন দেশ মানুষের জন্য কিছু করার বদলে অর্থই হবে মূল উদ্দেশ্য ততদিন হয়তো চলতেই থাকবে........

২০| ০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৫৭

হাতীর ডিম বলেছেন: :( :( :( :(

০৭ ই মে, ২০১৩ রাত ১০:০৬

আর.হক বলেছেন: শোকাহত

২১| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:৩৩

শিনজন বলেছেন: ছবিগুলোর যথার্থ টাইটেল ব্যবহার করায় মনকে আহত করলো আরো বেশী। ধন্যবাদ আপনাকে।

০৭ ই মে, ২০১৩ রাত ১০:০৭

আর.হক বলেছেন: টাইটেল দেয়ার চেষ্টা করেছি কিন্তু যথার্থ হয়েছে কিনা জানিনা

২২| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৫৭

মোঃমোজাম হক বলেছেন: বারবার দুঃস্বপ্ন না দেখাই উত্তম।

ভুল বুঝবেননা,পানিতে ডুবে মরলে সলিল সমাধি হয়।

০৭ ই মে, ২০১৩ রাত ১০:০৮

আর.হক বলেছেন: শিক্ষা গ্রহনের জন্য পুর্নবার দেখা যেতে পারে । যদি শিক্ষা নিতে পারি

২৩| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:১৫

১১স্টার বলেছেন: আমি কোন কমেন্ট করার শক্তি পেলাম না।

০৭ ই মে, ২০১৩ রাত ১০:০৯

আর.হক বলেছেন: মনের শক্তি কমে গিয়েছে

২৪| ১৬ ই মে, ২০১৩ দুপুর ১:৫৯

খালেদা আকতার বলেছেন: ধ্বংসস্তুপের নিচেঃ ছবিগুলো দেখা যাচ্ছেনা কেন?

১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১১

আর.হক বলেছেন: সামুর সমস্যার কারণ দেখা যাচ্ছে না হয়তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.