নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

ভালবাসাচ্ছন্ন

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৮

পৃথিবীর শেষ প্রান্তে, যেখানে রূপকথা গুলোর বয়স
যিশুর জন্মেরও অনেক আগে, অন্ধকবির অপ্রকাশিত
কবিতার মত রহস্যে ঘেরা ছকে, তোমার সমীপে প্রেম
নিবেদন করব, সময়টা রেখো মেপে। জানি তুমি রাখবে।
মেঘচ্ছন্ন আকাশের রঙে আঁকা তোমার মায়ের শাড়িটা
যেদিন পড়ে এসেছিলে, আমি ভুলে গিয়েছিলাম
বৃষ্টিরও বুঝি অস্তিত্ব আছে, আমার জামার বোতামে
হাসিমুখেরা ভিড় করে তোমায় দেখে, আমি বৃষ্টাচ্ছন্ন।
গোলাপের নিচে মৃত্যু হয়েছিল আমার অনেক অনেক
যুগ আগের কথা সেটা, মৃত্যুকে বুক পকেটে নিয়ে তোমার
সাদা গোলাপ আজো খুঁজে ফেরা, তবু আমি নিষ্ক্লান্ত
তোমার চুলের মৃদু গন্ধ আমার অনুপ্রেরণা। আমি নিশ্চিন্ত।
এই পৃথিবীতে যখন কবিদের শাসন ছিল একাগ্র উদ্দাম
প্রকৃতির প্রকৃতরূপে, আমি ভালবাসা শিখেছিলাম তোমার
মায়ায় রাতের আলো চোখে নিয়ে, সহস্র বছরের পুরোনো
প্রেমের কৈশর কি এখনো কাটে? আমি সজীব প্রানবন্ত।
ভালবাসাগুলো জমে আছে সহস্র বছরের অভিযোজিত
কোন ফুলের পাপড়ি ঘেসা কুয়াশার মত, আমি তৃষ্ণার্ত
কৈশরের প্রথম জেগে উঠা উত্তেজনার মত, অভ্যাসের
প্রেমে বন্দী নয় কোন প্রেমিকের মত, আমি ভালবাসি
তোমায় কবিতায় আর মায়ায়। আমি ভালবাসাচ্ছন্ন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা জানবেন।

ব্লগে স্বাগতম :)

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৭

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.