নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

আমি যেখানে দাঁড়িয়ে আছি

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৮

আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে পৃথিবী দেখা যায়,
কোটি মানুষের ভিড়ে তোমার মাথা দুলিয়ে হাঁটা আমি দেখি স্পষ্ট।
তোমার ভাল লাগা খারাপ লাগা অনুভূতিগুলো আমি অনুভব করি সত্য,
তোমার নিঃশ্বাস বন্ধ হওয়া ভয়ের মুহূর্ত গুলো আমি দেখি আর হাসি।
আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে তোমার বারান্দা দেখা যায়,
শত দালানের ভিড়ে আমি ঠিক চিনে ফেলি স্নান শেষে তোমার জামা কাপড়ে ঢাকা সে বারান্দা।
তোমার একলা বিকেলে গান শুনার সে মুহূর্ত আমি শুনি কানাঘোসার মত,
তোমার বারান্দায় চাঁদ না উঠার আকুতি আমি শুনি প্রতিনিয়ত।
আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে তোমার নিয়মিত রাস্তা দেখা যায়,
লেডের ছাউনি দেয়া ওভারব্রিজের উপর তোমার হেটে যাওয়া দেখি আমি এখনও।
ক্যাফেটেরিয়ায় তোমার চায়ের কাপের ধোয়া ভিজিয়ে যায় আমার চিবুক,
আমি দেখি তোমাকে অপেক্ষারত, "কফির গ্লাস ঠান্ডা হলে খাব"।
আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে তোমার কৈশর দেখা যায়,
পুদিনাপাতার ছোট টবে আমি দেখি তোমার আংগুল জড়ানো স্নেহ।
আমি দেখি তোমার দুড়ন্তপণা ছাদের রেলিং এ বসে কল্পনার রাজ্যে পায়তারা,
গোধূলীর রং তোমার চুলে মিশে যাওয়া আমি দেখতে পাই কোন কষ্ট ছাড়া।
আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে তোমার যৌবন দেখা যায়,
তোমার দীর্ঘ প্রতিজ্ঞাদীপ্ত ভবিষ্যতের হাতছানি আমি দেখতে পাই।
তোমার যে সৌন্দর্যকথন পৃথিবীর মানুষ জানেনা তা আমি দেখি দিব্যি,
আমি দেখি রোজ তোমার শিশুসুলভ বেড়ে উঠা, দেহে, মননে, কর্মে।
আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়ায়নি কখনও কেউ আগে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.