নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

ঋণগ্রস্থ তোমার প্রেমে

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৯

তাপহীন সূর্যে ভোর হওয়া কোন এক সকালে
সবুজ গাঁয়ের নব ঘড়ন্তীর স্নান মাখা স্নিগ্ধতা
এখনো ভর করে আছে আমার সেরিব্রাল হেমিস্ফিয়ার,
শেষবার মৃত্যুর আগে এক নিঃশ্বাসে জব্দ করেছিলাম-
তোমার বালিকাশোভিত গন্ধ।
কবিতার মাঝপথে নিজেকে আড়াল করার ব্যাস্ততার মত
বার বার মৃত্যুর পরেও তোমার দুয়ারে ফিরে আসি
ঠোঁটে ঠোঁট রেখে নিঃশ্বাসের তাপমাত্রা বাড়াতে,
প্রতিশ্রুতিদীপ্ত ভালবাসাগুলো লুকোতে তোমার অঙ্গ-প্রতঙ্গে।
এক বিকেলে তোমার স্নানে ভেজা সিক্ত বাতাস বয়ে যাচ্ছিল-
এখান থেকে সেখানে,
মুহূর্তেই মৃত্যু এসেছিল এক নিঃশ্বাসে যখন জব্দ করেছিলাম-
তোমায় ছুঁয়ে যাওয়া সুরোভিত সে বাতাসকে।
ফিরে এসেছিলাম আমি সেদিনও মৃত্যুর পৃথিবী থেকে,
তুমি দেখেছিলে কামানুভূতি আমার চোখে মুখে।
আমার ইন্দ্রিয় তেষ্টা উপেক্ষা করে মাতাল প্রেমের মৃত্যুকে,
তোমার শীতল চোখের উত্তপ্ত বিকিরণ বার বার আমায় জীবিত করে।


আমি ঋণগ্রস্থ তোমার প্রেমে।
ঋণগুলো বুঝে নিও বার বার আমায় জীবিত করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.