নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

ইলুশান

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৮

কয়েক শত বিচ্ছিন্ন স্মৃতি
অলৌকিক এক দমকা বাতাসে
সৃষ্টি করেছিল এক দৈহিক অবয়ব-মস্তিষ্কের অঙ্কিয় দেশটায়।
পুরুষের যৌবনে তার আকর্ষনঘটিত লজ্জা
ফুটে উঠেছিল এক মায়াবী নিরবতায়।


নষ্ট সমাজ দেখে নষ্টামী তার চোখের গভীরে
আর আমরা দেখি এক নবসূচিত পৃথিবীর প্রজন্মান্তর,
জন্মের উৎসব মুখরতা।
এ আদিম বুনো লজ্জা সভ্যতার বর্তিকা
যে সভ্যতা অগ্নিদগ্ধ তোমার দাবানলিক দৃষ্টিক্ষেপতায়।


যে অবয়বের কথা বলছিলাম
তার চিত্রকর আমিই হয়তো- আধেক ঘুমে ধোয়ার বাতিকে,
তবু একে যাই তার ঘুমে ভরা অলসতা
থাকল সে মানুষ পাড়ায় অচেনা
তবু যেন মৃত হয়েছিলাম সহস্র বছর আগে
তার ভালবাসায়, শেষ রাতের ধনাত্নক কুজ্ঝটিকায়।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.