নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

রাগ করেছে সে

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১

কাঠবিড়ালি রাগ করেছে সূর্যি মামার সাথে,
সকাল সকাল ঘুম ভাংগানোর মানে হয় কিসে।
সারা বনের সবাই জানে-হলতো জানাজানি,
সূর্যি মামার রাঙা আলো খাবে কাঠবিড়ালি।
গাছ-পাতা-ঝোপের ফাকে কাঠবিড়ালি লুকোয়,
সূর্যি মামার তেজী আলো বনের মাঝে ছড়ায়।
চারিদিকে সমান ভাবে সূর্যি মামার আলো,
কাঠবিড়ালির ভিষন রাগ নিপাত যাবে ভাল।
সকাল-বিকেল-দুপুর হলো সূর্যি মামা ক্লান্ত হলো,
কাঠবিড়ালি খুশী হয়ে লেজ নাড়িয়ে বৃদ্ধ হলো।
বনের রাজা সিংহ মশাই মুচকি হেসে বলল বড়াই,
আমার বনে ঝগড়াঝাটি চলবেনাকো আধেক কড়াই।
বনবাসী বলল সবাই কাঠবিড়ালির রাগ হটাই,
সূর্যি মামা মুচকি হেসে ঢলে পড়ে পশ্চিমায়।
রাত নেমেছে বনের মাঝে অন্ধকারের খুনশুটিতে,
কাঠবিড়ালি ভয় পেয়েছে একলা গাছের কোঠুরিতে।
বনের সবাই দিল হেসে বলল ডাকি সূর্যি মামাকে?
কাঠবিড়ালির ইতস্ততে হাসলো সবাই দুপুর রাতে।
সিংহ মশাই এল এবার ছোট্ট শিশুর আস্তানায়,
কাঠবিড়ালি ভয় পেয়োনা আমি আছি বারান্দায়।
কাঠবিড়ালি ভয়ে কাঁদে সূর্যি মামার অপেক্ষাতে,
বনের রাজা হেসে বলে প্রত্যেকে আমরা পরের তরে।
সকাল বেলা সূর্যি মামা আবার আসে বনের ফাকে,
কাঠবিড়ালি উঠে দাঁড়ায় সূর্যি মামার প্রার্থনাতে।
বনের মাঝে শান্তি আসে কাঠবিড়ালির খুনশুটিতে,
সূর্যি মামা আলো ছড়ায় রোজ সকালে মুচকি হেসে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.