নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

নিশাচর

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০

মাঝে মাঝে খোলা জানালার পাশে রাখা
পেপার গুলোকে উড়িয়ে নিয়ে যাবার চেষ্টায় ব্যার্থ হওয়া বাতাস গুলো,
চুলে দোলা দিয়ে যাচ্ছে।
মাঝ রাতে সংগী হিসেবে পেলাম
এক কাপ চা আর এ বাতাস,
সাথে আছে কিছু অসমাপ্ত গনিত,
যার ফলাফল মেলানোর চেষ্টা
কেড়ে নিয়েছে চোখের ঘুম, নিস্তেজতার তন্দ্রা।
নিস্তব্দ পৃথিবীর নিশাচর প্রানীগুলোর
কে কি করছে জানিনা,
শুধু জানি আমি কিংবা তুমি
বসে আছি কিংবা আছ
ইনবক্সে one new message এর অপেক্ষায়।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.