নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

রোদের অপেক্ষা

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

প্রিয় রোদ,
এই অবেলায় আমার চিলেকোঠায় তোমাকে চাই
চায়ের কাপের সমানে সমান উষ্ণতা নিয়ে।
এক কাপ চা দুজনের ভাগে যখন এসে ভিড় করে
উপর্যুপরী দ্বিধাগ্রস্থ বালক বালিকার চুম্বনের ন্যায়,
চুমুকে চুমুকে রোদ গুলো জমে থাকে
আমার ঠোটের বারান্দায়, চেপে থাকা নিঃশ্বাসের উষ্ণতায়।
এই অবেলায় খুব ঘটা করে প্রেমিকার দেহে তোমাকে চাই
ক্যানভাস আর রঙের সমানে সমান মাখামাখি নিয়ে।
নগ্ন ক্যানভাসে রোদে আঁকা ছবির পটভূমি
যেরকম সৈনিকের বুক পকেটে থাকা প্রেমিকার শেষ চিঠি,
আটকে রাখে ছটাক ছটাক রোদ গুলোকে
আমার প্রেয়সীর দেহের সীমানায়, দীর্ঘ চুলের ছলনায়।
এই অবেলায় অগত্যা রোদচশমায় তোমাকে চাই
ঝিলমিল কাচে বালিকার একটুখানি কৈশর নিয়ে।
কোন এক বিশ্বযুদ্ধে অভিযোজিত অন্তঃসত্বা নারীর
মুখে লেগে থাকা হাসির মত করে
আমার চিলেকোঠায় এই অবেলায় এসে একটু থাক।
একটু দেখব তাকে, রোদ মাখা হাসির ফাকে।
আসলে জানিও, চিলেকোঠাই তার আর আমার ঠিকানা।
ইতি,
অপেক্ষা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.