নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

কিছুটা অপার্থিব হলেও সত্যি

১৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

কিছুটা অপার্থিব হলেও সত্যি,
এ শহরে জন্মেছিল এক কবি মানব ভ্রুন ছাড়াই।
পুনর্জন্ম? তা আমি বিশ্বাস করিনা,
তবে পিউবার্টি প্রাপ্ত বালকের অসংখ্য ভ্রুনকোষের জন্ম শৃংখলের মত,
রোজ রাতে তোমার বালিশে জড়ানো ছিপছিপে চুলের গন্ধ,
নিউরনের সাঁকোয় সাঁকোয় কবিদের জন্মের জন্য যথেষ্ঠ।
শুনেছি অনেক কবির মৃত্যুর কারনও ছিলে তুমি,
কেউ নিশ্বাসের উত্তাপে, কেউবা চোখের শীতলতায়।
চিবুক থেকে ঘাড় হয়ে বয়ে যাওয়া একফোটা ঘামে
কি বিষ মিশিয়েছিলে তুমি- তা জানে বিছানার বেগুনী চাঁদর।
দ্বৈতজন্ম? না, জন্মের উৎসব কামে আঁকা নয়।
কবিদের জন্ম হয় তোমার পিঠে লেগে থাকা চুলের অলস ঘুমে,
একটু রোদে কুচকে যাওয়া ভ্রু এর ফাকে,
সন্ধ্যা বেলা চায়ের গ্লাসে মিশে যাওয়া ঠোটের মানচিত্রে,
তোমায় মিশে থাকা আরো কত কিসে।


কিছুটা অপার্থিব হলেও সত্যি,
এ শহরে জন্মেছিল এক কবি মানব ভ্রুন ছাড়াই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.