নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

চায়ের দোকান

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০

শহরের পুরোনো প্রেমিকাদের সাথে সম্পর্কের অনেকটা ভাটা পরেছে বলে ধরা চলে,
ব্যাস্ত রাস্তার পাশে তোর উষ্ণতার চুমুকে ভূলেই যেতাম বাড়ি ফিরবার কথা।
কিংবা তোর গল্পের মুখরতায় চলে যেতাম মানুষ পাড়ার অর্থহীন বাচ্যে,
তুই ছিন্ন বস্ত্রেও যুবতী ছিলি আমার বাবার যৌবনে।
কৈশরের শেষ বিকেলে যখন যৌবন এসেছিল আমার চোখে,
রাজশ্রীর খোলা চুলে চিরকুট ছুড়েছিলাম তোর চোখের আড়ালে।
বিকেল গুলো একসময় রাত হত সোডিয়াম লাইটের আভায়,
তোর গায়ে গা লাগিয়ে, চুমুকে চুমুকে ফুকে যাওয়া ধোঁয়ায়।
হাজার বছরের শত রেনেসায় তোর বয়স বুঝি থেমে যায় সিগারেটের শেষ টানটায়,
প্রজন্মান্তরে মুখগুলো বদলেছে শুধু- ধোঁয়ার নেশা থেকে যায় আঙুলের বারান্দায়।
অস্ফুটে মুখ লুকিয়েছিলাম শহরের কোলাহল থেকে
যখন জীবনের রং ভিন্ন বনেছিল তোর আবছা ধোঁয়ার কামরায়।
তোর গায়ে গা লাগানো এক সন্ধ্যায়, চুমুকে চুমুকে ফূকে যাওয়া ধোঁয়ায়
রাত নেমেছিল শহরে ধোয়ার নেশায় আঙুলের বারান্দায়।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.