নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

রাতের শেষ আড়াই ঘন্টা

১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২০

ভিষন ইচ্ছে ছিল আটপৌরে আষাঢ়ের বৃষ্টিহীন দ্বিতীয় দিনের
মন খারাপের কিছু জমানো কথা কাউকে বলে তারপর ঘুমাবো।
কিন্তু রাতের শেষ আড়াই ঘন্টা খুব আবদার করে ঈশ্বরের কাছ থেকে স্থায়ী দলিল করে নিয়েছিলাম একা থাকব বলে,
বিছানার অর্ধেকটা এখনো খালি, শূন্যস্থান পূরণের পারিবারিক অনুমোদন এখনো মেলেনি।
অগত্যা হোম স্ক্রিনে আমার ফ্যাকাশে ছবিতে চোখ ডুবিয়ে হারিয়ে গেলাম শৈশবে,
খুব ছোট বয়সে প্রথম প্রেমে পড়েছিলাম যার, তিনি কি আদৌ জানেন আমার নাম?
নারীঘটিত সকল জৈবিক চিন্তা ছাপিয়ে রাতের শেষ আড়াই ঘন্টা আমি ওনার পড়নের সেই লাল শাড়ির স্মৃতি নিয়ে বিছানায় একা শুয়ে থাকি।
হোম স্ক্রিনে আমার ফ্যাকাশে ছবির খুব গভীরে আমি ওনার লাল শাড়ির ছায়া মাড়ি,
রাতের শেষ আড়াই ঘন্টা আমি চাইলেও আমার করতে পারিনা।
আপনি ভাল থাকুন যেখানেই থাকুননা কেন।
আপনাকে ভাবার জন্য ঈশ্বরের কাছ থেকে খুব আবদার করে রাতের শেষ আড়াই ঘন্টা স্থায়ী দলিল করে নিয়েছি।
আপনার জানবার কথাও নয়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: বাহ বেশ সুন্দর আর মিষ্টি কবিতা। অনেক ভাল লেগেছে।

১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।

২| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১২

দেবজ্যোতিকাজল বলেছেন: হু… খুব ভাল লিখেছ…

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২১

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ধন্যবাদ

৩| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২১

সিগনেচার নসিব বলেছেন:


বাহ! দারুন ভাবে প্রকাশ করেছেন
রাতের শেষ আড়াই ঘন্টা

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩০

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ঈশ্বরের কাছ থেকে কিনে নেয়া।

৪| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪০

রিফাত নাসরুল্লাহ বলেছেন: অসাধারণ ..

১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৯

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.