নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

একটি নিউজপ্রিন্টের কবিতা এবং একজন পতিতা

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৪


নিউজ প্রিন্টের কাগজে লিখা একটা প্রেমের কবিতা বুক পকেটে নিয়ে
হেটে যাচ্ছিলাম শহরের ধার ঘেসে চলে যাওয়া ব্যাস্ত রাস্তার ফুটপাথ ধরে,
সংবাদ পত্রের অফিসগুলো এ মাসে আর কোন লেখা ছাপাবেনা
তাই কবিতাটাকে মানিব্যাগে না চেপে ঘুমন্ত কিশোরীর মত রেখে দিলাম বুক পকেটে।
মধ্যবিত্ত কফি শপের নন এসি কেবিনের ক্লাসিক প্রেমের কবিতা কেউ এখন আর শুনেনা,
পেনিনসুলার ডার্ক রুমে প্রেমিকার বক্ষে রাজটীকা আঁকার গল্পে উৎসুক এখনকার জনতা।
এক রাশ ক্ষোভ নিয়ে ঠোটে সোনালী পাতা চেপে ধরে দু চোখে বন্দী করছিলাম ল্যাম্পপোস্টের দীপন তীব্রতা,
হঠাৎ কেউ যেন পিছন থেকে ডেকে বলল "কোথায় যাচ্ছ খোকা?"
সিনেমাতে যেরকম দেখি পতিতাদের বেশ-ভূশা, ঠিক সেরকমই একটি বালিকা
অথচ তার চোখে মুখে আমি শুধু দেখলাম বয়স বাড়ানোর একটা মিথ্যে প্রচেষ্টা।
বাইশ বছর বয়সের এক দশক যৌবনে এবারই প্রথম চোখের সামনে দেখলাম এক সত্য পতিতা,
আমি বিব্রত, দ্বিধাগ্রস্থ, আর সে তো শুধু নিজের বয়স বাড়ানোর চেষ্টায় ব্যাস্ত।
সোনালী পাতা খসে পড়ল ঠোট থেকে, ভূলে গেলাম বুক পকেটে আমার নিউজ প্রিন্টে লিখা প্রেমের কবিতা।
রিকশা, সাইকেল, গাড়ি সর্বত্র মানুষে ঘেড়া, যেন আমি এক আদিম চিড়িয়া,
লজ্জায় আমার মাথা হেট হবার আগেই জিজ্ঞাসা করে নিল "ভয় কিসের ছোকরা?"
"না ভয় কিসের আর আপনি এতরাতে করছেনই বা কি?"
আমি মুহূর্তেই ভূলে গেলাম মানুষ পাড়ার এই শ্রেনীর কথা,
অনুভব করলাম আমার শার্ট ভিজে গেল ঘামে।
আমার আপাদ মস্তক বারবার দেখে নিল সে, আর মুচকি হাসিতে ফুটপাথের রাস্তা ছিল জেগে,
কেন যেন মনে হচ্ছিল হঠাৎ, আমার সব গোপনিয়তা জেনে গেল নাকি সে?
চলে যাচ্ছিলাম আমি, দেখলাম চেয়ে অনেক মধ্যবয়স্ক লোকেরা ব্যাস্ত রাতের রাণী কিনতে ।
হঠাৎ পিছন থেকে হাত টেনে ধড়ল কে যেন আমার,
আমি পিছন ফিরতেই দেখি অন্ধকার,
রাস্তার সব ল্যাম্পপোস্টের ক্যান্ডেলা পাওয়ার শূন্য,
আমার সোনালী পাতার শিখাও নিশ্চিহ্ন,
আর আমার নিউজপ্রিন্টে লিখা সে প্রেমের কবিতা?
অন্ধকারে কেউ একজন পড়ছে আমার সে কবিতা,
আমার বুক পকেটটা খালি।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বেশ অন্যরকম তো! প্লাস! ভালো লাগলো।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫০

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: আমি কিন্তু ভয় পেয়ে লিখেছিলাম।

২| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ক্যান ভাই?

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৬

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: কবিতাটা বুক পকেটে ছিল না যে তাই।

৩| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: না থাক। কেউ একজন তো নিশ্চয়ই ল্যাম্পপোস্টের আলোয় পড়ছে সেটা।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৪

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: তাও ঠিক ভাই।

৪| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৫

আহমেদ জী এস বলেছেন: রোদ বৃষ্টি কাব্য,




বুকের পকেটে আনকোড়া পাঁচ টাকার নোটের মতো ভাজ করে রাখা জীবনের অনেক কবিতাই এমন করে হারিয়ে যায় বাস্তবতার ফুটপাতে !!!
সুন্দর লেখা ।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৩

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: কিছু কিছু হারিয়ে যাওয়া স্মৃতি হয়ে থাকে। ধন্যবাদ।

৫| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কথাগুলো চমৎকার

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১১

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ধন্যবাদ।

৬| ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪১

কাফি ইয়ান বলেছেন: অন্ধকারে কেউ একজন পড়ছে আমার সে কবিতা,
আমার বুক পকেটটা খালি।দরুণ লিখেছেন।।।ভালো লেগেছে।সত্যিই তো বুকপকেট-টা খালি।।শুভকামনা রইলো
।।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৫

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: বুক পকেটটার খালি হওয়া একটা অপার্থিব অনুভূতি। ধন্যবাদ।

৭| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

দারুণ লিখেছেন।
আগ্রহ জন্মাচ্ছিল পড়তে পড়তে।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৫

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: আগ্রহ তৈরী করাই লেখকের কাজ।

৮| ২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৪

আনিসা নাসরীন বলেছেন: চমৎকার লিখেছেন

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২২

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.