নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

আবিসিনিয়ার রাজা অথবা প্রেমিক প্রেমিকা

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৪

আপনি হয়তো ভূলে যাচ্ছেন আমি আবিসিনিয়ার রাজা হওয়া সত্যেও শুধুমাত্র আপনার স্নান শেষে ভিজে জামা কাপড় ছাদে মেলে দেয়া দেখতে রোজ এক কোটি ক্রোশ পথ উটের পিঠে চড়ে আমি আপনার শহরে আসি ।

জাঁহাপনা, আমার স্টুপিডিটি মাফ করবেন । আপনি আবিসিনিয়ার রাজা হোন কিংবা ফেরাউন, এ শহরে বেদুইন নারীর ভিনদেশী পুরুষের সাথে কথা বলা নিষেধ ।

আপনার বয়স নিতান্ত কম বিধায় আপনি একথা বলছেন । আজ আমার বাল্যকালের পত্রবন্ধু নবাব সিরাজুদ্দৌলা বেঁচে থাকলে হয়তো আপনার সাথে এভাবে ঘিঞ্চি রেস্টুরেন্টে কথা না বলে খোদ রাজমহলের খাশকামড়ায় আপনাকে নিমন্ত্রণ করতাম ।

আপনার এই অশ্লীল কথোপকথনের জন্য আমি আপনার নামে থানায় অভিযোগ করতে পারি । একদম কেইস খেয়ে যাবেন বলে দিলাম ।

আপনার জন্য আমি তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষনা যেকোনো সময় দিতে পারি । আপনাকে এ শহর সমেত আবিসিনিয়ায় তুলে নিয়ে যাব এই বলে দিলাম ।

আচ্ছা ঠিক আছে, আমি খুনাখুনি রক্তারক্তি চাইনা । আমার আব্বাজানের সাথে পতাকা বৈঠক ডেকে আপনার বিয়ের প্রস্তাবটা দিন ।

আমি জানতাম, নারী মন যুদ্ধে ভয় পায় । আপোষে মিমাংসা যখন চাচ্ছেন তাহলে একটু সময় আমাকে দিবেন আশা করি । আপনার বাবার সাথে বৈঠকে আমি বসবো খুব তাড়াতাড়ি ।

এখনই বসুন না ।

ইয়ে মানে আবিসিনিয়ার রাজা আমি এখোনো পুরোপুরি হতে পারিনি । রাজ্যটা পেয়ে গেলেই আপনার বাবাকে বিয়ের কথাটা বলে দিব ইনশাল্লাহ ।

তো রাজ্যটা কবে পাবেন শুনি ?

আমার পুরুষালি গোফটা আরেকটু বড় হলেই ।

ছিঃ আপনি আমাকে পেতে হলে গোফ রাখতে পারবেন না । আপনাকে গোফ ফেলে দিতে হবে ।

তাহলে আপনি স্নান শেষে ভেজা জামা কাপড় ছাদে মেলতে আসলে একটু বেশি সময় নিয়ে রোদে চুল শুখোবেন ? আপনাকে একটু বেশী সময় নিয়ে দেখতে পাব তাহলে ।

আচ্ছা ভেবে দেখবো ।

তাহলে আমি আবিসিনিয়ার প্রথম গোফহীন রাজা হব, আর আপনি আমার রানী ।

ভেবে দেখবোতো বললাম ।

আপনি এত সুইট আগে জানতাম না তো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.