নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

আরেকটি দিন

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০০

আরেকটি দিনে দেখা হয়ে যাবে তোমার-আমার,
শহরের ব্যাস্ত এক বাস স্ট্যান্ড বা পাশের সীটে।
আরেকটি দিনে আমাদের কথা গুলো ভিন্ন হবেঃ

কি করছো আজকাল?
টিউশনি, তুমি?
মানুষ খুন করি।
ছেড়ে দিচ্ছোনা কেনো এসব।
তুমিওতো ছেড়ে আসোনি।
সব হিসেব মিটাতে নেই।

তারপর হয়তো আরেকটি দিনে নেমে যেতে হবে তোমাকে পরের স্ট্যাশনে,
আমি? বসে থাকতাম অপেক্ষায়।
মুঠোফোনে খুনের বার্তা আসবে,
টার্গেটের সাথে তার ছোট্ট মেয়েটিও আছে,
মেয়েটিকে অ্যাভোয়েড করে পুরুষটিকে মেরে দিতে হবে।
ঘ্যাচাং, ঘ্যাচাং, ঘ্যাচাং।

ব্যাস,
ছোট্ট একটি মেয়েকে নিয়ে-
তোমার জীবন কেটে যাবে টিউশনিতে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:২২

জাহিদ হাসান রানা বলেছেন: কি করছো আজকাল?
টিউশনি, তুমি?
মানুষ খুন করি।
ছেড়ে দিচ্ছোনা কেনো এসব।
তুমিওতো ছেড়ে আসোনি।
সব হিসেব মিটাতে নেই।
-বড় কঠিন লাগল কবি।পুরাই মাথার উপ্রে দিয়া।।তবে ভাল লাগছে।কেন যেন মনে হল প্লটটা পরিচিত।।
নতুন মানুষ আমার ব্লগেও দাওয়াত রইল।।

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: এসব গল্পের মাঝেই তো আমাদের বাস, হাজার বছর ধরে। ধন্যবাদ।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: শেষমেশ যে যার সন্ধ্যার কাছে ফিরে যায়,
যে যার অন্ধকারের কাছে ।
তবু শেষমেশ একটি নীলাভ প্রজাপতির জন্যও
যে যার স্মৃতির ফ্রেমে কষ্টকে বাঁধিয়ে রাখে ।

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: একদম।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

আইশা কবির বলেছেন: ভালাো লাগলো

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.