নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

হুট করে

০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৮

খারাপ থাকতে হবে তোমার,
অনেক্ষানি পথে;
মন খারাপের অনেকগুলো বিকেল যাবে তোমার,
একা একা লাগবে ভিষন।
খুব কাছের নামগুলো শুকনো পাতার মত ছড়িয়ে থাকবে,
আশে পাশে যেখানে মানুষ হেঁটে চলতো এক দুপুরে,
হঠাৎ ফুঁপিয়ে কান্না শুরু করে দিবে,
চলে যেতে চাইবে শৈশবে বাবার হাত ধরে খুব সকালে।
কিছুই ফিরে পাবেনা আর চাইলেও,
যাকে প্রথম বলে দিয়েছিলে "না" একেবারে ষোল বছর বয়েসে,
তারপর আফসোস করেছো ছাব্বিশে, প্রথম রাতে।
তাকে তোমার আরো আরো মনে পড়ে যাবে,
হঠাৎ করেই ইচ্ছে হবে কেউ যদি একটু মন খারাপ করে দিতো,
এত এত ভালো থাকতে গিয়ে হুট করে ইচ্ছে হবে-
একটু খারাপ থাকি এখন।
পারবেনা। শরীরের রক্ত সব ফুড়িয়ে যাচ্ছে তোমার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.