নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

আমাদের ফিরতে হয়েছিলো

১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮

কুয়াশাগুলোর ভীরে বাড়ি ফেরার শব্দ ছিল বেমানান,
তবুও আমাদের ফিরতে হয়েছিলো,
রাত নেমেছিলো শহরে,
শেষ ট্রেনটি থেকে হঠাৎ একজোড়া স্যুটকেস (অপরিচিত)।
আসুন, থাকুন, ভালোবাসুন,
এরপর সহ্য করুন অসম্ভব সুন্দর এ শহরের আর্তনাদ।
তারপর মোটরের ফিকে আলোয় অপরিসর রাস্তায় আমরা নেমে পরি,
ফিরে যাই যার যার ঠিকানায়, মস্তিষ্কে,
এথিক্স-সেন্টিমেন্ট সব চায়ের দোকানে।
আমরা প্রায়ই ভূলে গিয়েছিলাম কুয়াশার কথা,
কতদিন পর এলি তুই বল দেখি!
ভূলেই গিয়েছিলাম প্রায়,
কুয়াশা,
ছোট্ট বেলার অপরিপাটি খোঁপা,
ঘাড়,
শ্যামলা, শ্যামলা, শ্যামলা.....
চলি তাহলে দেখা হবে কাল,
একজোড়া নতুন স্যুটকেস এ শহরে,
একটা ভাড়া করা রুম,
পুরোনো খাট,
লেপ-তোষকহীন শীতের রাত।
আমাদের ফিরতে হয়েছিলো।
বিশেষ দ্রষ্টব্য প্রেমিকা: ধূমপানে বিষ পাণ, এ শতাব্দির বিশুদ্ধতম মিথ্যে কথা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৩

সাদেক আহমেদ সজীব বলেছেন: বাহ্ ! দারুণ লিখেছেন!!

১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯

রুরু বলেছেন: ভালো লাগা জানালাম।

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ভালোবাসা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.