নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

আমি প্রশ্ন করতে ভালোবাসি

রেইন ফরেস্ট

বলার মত কিছু নেই

রেইন ফরেস্ট › বিস্তারিত পোস্টঃ

আমার মতে বই ডাউনলোড করার সেরা সাইটগুলো (হালকা বর্ণনা সহ )

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৩

নেট থেকে আমরা অনেকেই বই ডাউনলোড করি।ব্রডব্যান্ডের সুবাদে গত কয়েকমাসে প্রচুর বই ডাউনলোড করেছি।বই ডাউনলোড সাইট নিয়ে আমার খানিকটা অভিজ্ঞতা হয়েছে।আমার সে সাইটগুলো ভালো লেগেছে সেগুলো শেয়ার করছি।

1.Banglapdf

এটা আমার মতে বেস্ট download site.এতে প্র্রচুর বই,ম্যাগাজিন আছে।সাইটির নিজস্ব আপলোডের পাশাপাশি ইডজার আপলোড সেকসানেও প্র্রচুর বই আছে।বইগুলোর মান বেশ ভাল।জনপ্রিয় লেখকদের পাশাপাশি অজনপ্রিয় কিন্তু ভাল এমন লেখকদের বইও আছে প্রচুর।এই সাইটটাতে রেজিস্টেশন করতে হয়।

2.amarboi.com

এদের কালেকশনও ভাল।প্রায় সব বইই ফ্রি ডাউনলোড করা যায়।খুব অল্প সংখক বই আছে যেগুলো শুধু মেম্বারাই ডাউনলোড করতে পারে X(।এই সাইটে জনপ্রিয় সব বই-ই পাবেন।একটাই সমস্যা এদের বইয়ে ওয়াটারমার্ক আছে X((

3.গ্রন্থ.কম

দারুন কালেকশন।যেসব বইয়ের pdf সহজে পাওয়া যায় না তার অনেকগুলো হয়ত এই সাইটে পাবেন।একবার ভিজিট করেই দেখুন B-)

4.bookcollector

চরম একটা সাইট।বইয়ের কোয়ালিটি সেইরকম:D

আজকে এই কয়টাই লিখলাম ।অন্য কোন সাইট ভাল লাগলে অ্যাড করে দেব :)

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৫

্আেনায়ার েহােসন জীবন বলেছেন: ভাই, সাইটের ঠিকানাই নাই।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৬

রেইন ফরেস্ট বলেছেন: ঠিক করে দিছি ভাই।ব্লগে নতুন তো তাই ভুল হইছিল।খুবই দুঃখিত।

২| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৪৫

রেইন ফরেস্ট বলেছেন: নিদিষ্ট কোন বইয়ের ডাউনলোড লিংক লাগলে বলতে পারেন।দেওয়ার চেষ্টা করব

৩| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৯

গৃহত্যাগী পূর্ণিমার আলো বলেছেন: এস এম জাকির হোসাইনের অন্ধকারের বস্ত্রহরন / Rape of the darkness বইটার লিঙ্ক দিতে পারবেন

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫২

রেইন ফরেস্ট বলেছেন: আমি খুবই দুঃখিত।এই বইয়ের লিংক দিতে পারলাম না।

৪| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩১

কলমের কালি শেষ বলেছেন: কাজের পোষ্ট । অনেক ধন্যবাদ । :)

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৬

রেইন ফরেস্ট বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :)

৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩১

আমি তুমি আমরা বলেছেন: গুড পোস্ট।

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১১

রেইন ফরেস্ট বলেছেন: ধন্যবাদ :) :D :#)
এটাতো আমার ফাস্ট পোস্ট,তাই আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগল :D

৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

খেলাঘর বলেছেন:


কি ডাউনলোড করবো বলেন; বিনা ডাউনলোডে সব ভাইরাস নিজেই ডাউনলোডেড হয়ে আছে।

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৯

রেইন ফরেস্ট বলেছেন: কেন ভাই,অ্যান্টি ভাইরাস ব্যবহার করেন না #:-S ?
তবে এই সাইটগুলোর বইয়ে ভাইরাস নাই :D
ধন্যবাদ :)

৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

খাটাস বলেছেন: বাহ সুন্দর তথ্যবুটিকা। প্লাস ও কৃতজ্ঞতার সাথে বক্সে রাখলাম। ভাল থাকবেন।

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫২

রেইন ফরেস্ট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :D
আপনিও ভাল থাকবেন।
অফ টপিক :আপনার নামটা ইনটারেসটিং B-)

৮| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩০

রাখালছেলে বলেছেন: বইয়ে ওয়াটার মার্ক জঘন্য নোংরা একটা কাজ। পড়তেও কষ্ট হয় । বিশেষ করে আমার বই এই কাজটা করে তাদের বিজ্ঞাপনে অভ্যস্ত হয়ে গেছে । গ্রন্থ.কম তো মারাত্মক । তাদের সংগ্রহ বলার মত । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.