নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

আমি প্রশ্ন করতে ভালোবাসি

রেইন ফরেস্ট

বলার মত কিছু নেই

রেইন ফরেস্ট › বিস্তারিত পোস্টঃ

মুভি রিলেটেড কিছু শব্দের অর্থ জানতে চাই

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:১০

আমি মুভি দেখতে ভালবাসি।তবে মুভি দেখা শুরু করেছি খুব বেশিদিন হয়নি।সামুর মুভি রিলেটেড পোস্টগুলো খুব মনোযোগ দিয়ে পড়ি।মুভি সমালোচনায় ব্যবহার করা অনেক শব্দের অর্থ ঠিকঠাক বুঝি না :(( ।আমি শব্দগুলো সম্পর্কে তেমন কোন বাংলা আর্টিকেলও খুজে পাইনি :| ।সামুতে অনেক চলচিত্র বোদ্ধা আছেন :) ।আশা করি তাদের কাছ থেকে জানতে পারব।

শব্দগুলো হল: সিনেমাটোগ্রাফি,ডার্ক মুভি,স্ল্যাশার ,গোর,ডার্ক কমেডি,ফিল্ম নয়ার,অ্যান্টি- হিরো,অ্যান্টি-কমেডি,অ্যান্টি-ট্রাজেডি,অ্যান্টি-রোমান্স ।

আমাকে শব্দগুলোর অর্থ জানালে উপকৃত হব :) ।এছাড়া এগুলোর অর্থ সম্পর্কিত বাংলা কোন আর্টিকেলের লিংকও দিতে পারেন।
অগ্রীম ধন্যবাদ :D

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৮

বিডি আইডল বলেছেন: এইগুলা গুগুল করলেও পারবেন...আমি সংক্ষেপে কিছু দিচ্ছি:

সিনেমাটোগ্রাফি: এইটার সহজ বাংলা হলো দৃশ্যায়ন...সিনেমার মাধ্যমে সব কিছু, ব্যাকগ্রাউন্ড, লোকেশন যেভাবে এক সাথে দর্শকের কাছে উপস্হাপন করা হয় তা।

ডার্ক মুভি বা ডার্ক কমেডি অনেক সময়ই এক সাথে ব্যবহৃত হয়। এটার কোন সহজ বাংলা নেই। যে ধরণের সিনেমা মানুষের জীবনের অন্ধকার তুলে আনে, বেশিরভাগ সময়ই কমেডির মাধ্যমে। যেমন: Burn After Reading

স্ল্যাশার বা গোর ও সমার্থক হিসেবে ব্যবহৃত হয়। প্রচুর রক্ত, কাটাকাটি এই ধরণের সিনেমা বোঝাতে এটা ব্যবহৃত হয়। যেমন: Saw

ফিল্ম নয়ার: সাদা কালো আমলের যেসব সিনেমা কালের বিচারে উত্তীর্ণ সেইসব--সাধারণত: ক্রাইম, নারী ইত্যাদি নিয়ে ড্রামা টাইপের মুভিভ। যেমন: Touch of Evil

অ্যান্টি- হিরো : যেখানে ভিলেন মূল চরিত্র থাকে। যেমন: Dog Day Afternoon

অ্যান্টি-কমেডি / অ্যান্টি-ট্রাজেডি / অ্যান্টি-রোমান্স এইগুলা সিনেমা ক্রিটিকদের ব্যবহৃত শব্দ নয় বলেই জানি।

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:১৫

রেইন ফরেস্ট বলেছেন: ।অনেক ধন্যবাদ :D
আমি গুগল করছিলাম কিন্তু বাংলা আর্টিকেল তেমন পাইনি :|

যাইহোক আমার ব্লগে আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল :)

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫১

আমি তুমি আমরা বলেছেন: বিডি আইডলের মন্তব্যের সুবাদে আমিও জেনে নিলাম।

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪১

রেইন ফরেস্ট বলেছেন: আমিও বিডি আইডলের মন্তব্যের কারনেই জানলাম :)
আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল :D
অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.