নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

আমি প্রশ্ন করতে ভালোবাসি

রেইন ফরেস্ট

বলার মত কিছু নেই

রেইন ফরেস্ট › বিস্তারিত পোস্টঃ

ভূতের গল্প ভালোবাসেন?দেখেন তো এই বইগুলো পড়েছেন কিনা?

২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৫৩

দেখেন তো নিচের বইগুলো আপনার পড়া আছে কিনা?যদি আপনি ভৌতিক গল্পের ভক্ত হন তাহলে নিচের বইগুলো আবশ্যই ভালো লাগবে।বইগুলোর কোন কোনটা আমার কাছে খুবই ভাল :D ,আবার কোনটা মোটামুটি ভাল লেগেছে :) ।দেখা যাক আপনাদের কোনটা কেমন লাগে।আমি প্রথমে বইগুলোর সাথে ছোট খাট রিভিউ দেব ভেবেছিলাম।পরে ঐ চিন্তা বাদ দিলাম।

বইগুলোগুলো যদি আপনার পড়া থাকে তাহলে আপনার অনুভূতি শেয়ার করতে ভুলবেন না =p~ ।আর কোনটা পড়া না থাকলে ডাউনলোড করে পড়তে শুরু করে দিন :)


শুকতারার ১০১ ভূতের গল্প

৫০টি ভূতের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

আমার প্রিয় ভৌতিক গল্প-হুমায়ূন আহমেদ

হাড়ি ভর্তি ভূত

রিক্সা গাড়িতে ভূত -রাজেন্দ্রকুমার গুপ্ত

ড্রাকুলা সমগ্র-ব্রাম স্টোকার

দ্য থিং ইন দ্য ক্লজিট অনিশ দাস অপু

ভয়-হুমায়ূন আহমেদ

মজার ভূত – হুমায়ূন আহমেদ

দি একসরসিস্ট – হুমায়ূন আহমেদ

বোতল ভূত

.ছায়াসঙ্গী

নির্বাচিত ভূতের গল্প-হুমায়ূন আহমেদ

এখন এই কয়টাই দিলাম।নিয়মিত আপডেট করব।খুবই দুঃখ হচ্ছে আমার একটা প্রিয় বই 'তারানাথ তান্ত্রিক' এর লিংকটা খুজে পাচ্ছি না বলে :(( ।পরে এটা অবশ্যই অ্যাড করে দেব।
Happy Reading !:#P

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০০

রেইন ফরেস্ট বলেছেন: একটা কথা ছায়াসঙ্গী আর বোতলভূত বই দুইটা হুমায়ূন আহমেদের।

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:৫৯

খেলাঘর বলেছেন:


ভুতের গল্প ভালোবাসি, ভুতকেও ভালোবাসি; বই কোনটাই পড়া হয়নি।

২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:১৪

রেইন ফরেস্ট বলেছেন: ভূতকেও ভালোবাসেন #:-S ?
যাইহোক বইগুলো পড়ে দেখতে পারেন।আশাকরি আপনার ভালই লাগবে।
ভালো থাকবেন।আর আপনার পছন্দের ভূতের বইয়ের নাম সম্ভব হলে জানাবেন।ধন্যবাদ :)

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৩০

খেলাঘর বলেছেন:

আমার পছন্দের ভুতের বইয়ের নাম, 'Das Kapital".

৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: ভুতের গল্প ভালো লাগে । পড়া আছে বেশ কয়েকটাই । বুকমার্ক করে রাখলাম ।

শুভেচ্ছা :)

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৬

রেইন ফরেস্ট বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা :)

৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৭

তুষার কাব্য বলেছেন: আমার ভালো লাগেনা..তারপরেও প্রিয়তে নিলাম... ;) :D

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৯

রেইন ফরেস্ট বলেছেন: প্রিয়তে নেওয়ার জন্য ধন্যবাদ :D

ভাল থাকবেন :)

৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৬

আমি তুমি আমরা বলেছেন: ভূতের গল্প পড়তে এবং ভূতের মুভি দেখতে- দুটোই পছন্দ করি। আপনার উল্লেখিত বইগুলোর মধ্যে হুমায়ূন আহমেদের সবগুলো বই-ই পড়া আছে। যদিও নামোল্লেখ করেননি, তবে বোতল ভূত আর ছায়া সংগীও হুমায়ূন আহমেদের লেখা।

এগুলো ছাড়াও বাংলা সাহিত্যে আরো অনেকেই ভাল ভূতের গল্প লিখেছেন। জাফর ইকবালের পিশাচিনী এবং ছায়ালীন ভুতের গল্পের বই হিসেবে চমতকার।এছাড়া তার ভূতুড়ে উপন্যাস প্রেত পড়েও খুব ভাল লেগেছিল।

ভুতের গল্পের কথা বল্লে সেবা প্রকাশনীর কথা আসবেই। একদা সেবা প্রকাশনী থেকে কিশোর হরর আর হরর ক্লাব নামে দুটো সিরিজ প্রকাশিত হত। টিপু কিবরিয়া লিখতেন সম্ভবত,এখন আর প্রকাশিত হয় কিনা জানিনা।ওই সিরিজের দুএকটা উপন্যাসের কথা মনে পড়ছে-পাশের বাড়ির ভূত, বিড়ালের কান্না।

সেবা প্রকাশনী থেকে আরেকজন লেখকের ভূতুড়ে উপন্যাস বেরোত নিয়মিত-অনীশ দাশ অপু। একসময় তার একট সিরিজ খুব আগ্রহ নিয়ে পড়েছিলাম-অশুভ সংকেত(সম্ভবত ইংরেজি omen সিরিজের বাংলা অনুবাদ। এই সিরিজ নিয়ে হলিউডে মুভিও তৈরী হয়েছে)।

এছাড়াও অনীশ দাশ অপুর সম্পাদনায় সেবা প্রকাশনী থেকে ভূতের গল্পের সংকলনও নিয়মিত বেরোত(এই মূহুর্তে নাম মনে পড়ছে না।)কোন এক সংকলনে পড়া একটা গল্প খুব ভাল লেগেছিল-হাত।

এছাড়া সামুর কয়েকজন ব্লগারও বেশ ভাল ভূতের গল্প লেখেন। ত্রিনিত্রি, টিনটিন, নিথর শিহাব শ্রাবন। ব্লগার টিনটিনের বেশ কিছু ভূতের গল্প রহস্য পত্রিকায় প্রকাশিত হয়েছে, ২০১৩ সালের বইমেলায় ব্লগার ত্রিনিত্রি'র ভূতের গল্পের বই বেরিয়েছে- ভৌতিকতা।পড়ে দেখতে পারেন।

সামুর ব্লগারদের লেখা ভূতের গল্প নিয়ে ব্লগার রেজোয়ানা একটা সংকলন পোস্ট করেছিলেন। দেখতে পারেন্য বেশ কিছু ভাল ভূতের গল্পের সন্ধান পাবেন।

আপাতত এতটুকুই। আরো কিছু মনে পড়লে জানিয়ে যাব।

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৬

রেইন ফরেস্ট বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর তথ্য বহুল মন্তব্যের জন্য :D

আপনার উল্লেখ করা বইগুলোর বেশির ভাগই পড়েছি।বইগুলো খুবই ভাল। বিশেষ করে পিশাচিনী বইটা আমার দারুন লেগেছিল B-) ।অনীশ দাশ দাস অপুর অনুবাদগুলোও অসাধারণ।তার মৌলিক লেখা হরর গুলোও খারাপ লাগে না।সামুর গুলো অবশ্য পড়া হয়নি।এবার পড়ে নেব।
আর মজার ব্যপার হল বিখ্যাত সাহিত্যিকদের পাশাপাশি অনেক অখ্যাত সাহিত্যিকও খুব ভালো ভূতের গল্প লিখেছেন।এরকম বই হঠাৎ হঠাৎ হাতে আসে :D

৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৭

সোহানী বলেছেন: খেলাঘর বলেছেন:

আমার পছন্দের ভুতের বইয়ের নাম, 'Das Kapital" =p~ =p~ =p~ =p~ =p~


ভুতের হাত থেকে একশত হাত দূরে !!!!

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৭

রেইন ফরেস্ট বলেছেন: প্রথমে খেয়াল করি নাই।পরে আপনার কমেন্ট দেখে মনে পড়ল এইটা তো কার্ল মার্ক্সের বই :#) ।আসলে ভূতের পোস্টে এই ভদ্রলোকের বই আশা করি নাই।বইয়ের নামটা পর্যন্ত ভালো ভাবে পড়ি নাই :#>

৮| ২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

আমিনুর রহমান বলেছেন:


তারানাথ তান্ত্রিক

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪২

রেইন ফরেস্ট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :) :D B-) :#)
এই লিংকটা খুজে পাচ্ছিলাম না।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

কয়েকটা পড়া আছে। বাকিগুলি পড়ে দেখি।

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৪

রেইন ফরেস্ট বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ :)
ভাল থাকবেন।

১০| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: +++ এবং পোস্ট প্রিয়তে :)

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:০০

রেইন ফরেস্ট বলেছেন: ধন্যবাদ :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.