নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরণ্যের দিনরাত্রি

রিয়াদ আরিফ

স্বপ্ন উড়াই,স্বপ্ন পুড়াই ,স্বপ্ন নিয়েই ঘর করি।।।।

রিয়াদ আরিফ › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম শাহবাগ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫



আর শাহবাগের সেই

হার না মানা দুরন্ত বালিকা,

যার শ্লোগান এখন ইথারে ইথারে ।

সেই খেটে খাওয়া রিকশাওয়ালা মাজেদ আলি

ওরা সবাই আজ ফাঁসির দাবি নিয়ে এসেছে।



ওদের সাথে এই আগুন দুপুরে

আফিসের কেরানি নুরুল আলম।

এক পা ওয়ালা জসীম মোল্লা ।

পিতার চোখ রাঙানি ফাঁকি দিয়ে এসেছে সদ্য শৈশব পেড়ুনো স্বপ্নবাজ ইশকুল ছাত্র।

মায়ের কোলের অবুঝ শিশুর দাবি আজ ফাঁসি।

দেশের প্রত্যেকটি জীবন্ত প্রাণের দাবি আজ ফাঁসি।

শাহবাগের দোকানবন্দি ফুলগুলোর দাবি আজ ফাঁসি।

পাশেই জাদুঘরে রাখা

বীরশ্রেষ্ঠদের রক্ত মাখা পোষাকের দাবি আজ ফাঁসি।

দেশ মাতৃকার সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে,

প্রজন্মের পর প্রজন্ম,

এই প্রজন্ম চত্ত্বরে ফাঁসির মন্ঞ্চ বানাবে।

শাহবাগের এই দুপুর তাই এখন

লাখ মানুষের জনসমুদ্র।





প্রজন্ম চত্ত্বর,ফেব্রুয়ারি ০৭,২০১৩





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.