নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরণ্যের দিনরাত্রি

রিয়াদ আরিফ

স্বপ্ন উড়াই,স্বপ্ন পুড়াই ,স্বপ্ন নিয়েই ঘর করি।।।।

রিয়াদ আরিফ › বিস্তারিত পোস্টঃ

ব্লগার,অনলাইন এক্টিভিস্ট সুব্রত শুভ নিখোঁজ

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:২০

ব্লগার,অনলাইন এক্টিভিস্ট সুব্রত শুভ নিখোজ।আজ রাত এগারোটার দিকে তাকে একটি মাইক্রোবাসে করে জোড় করে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।আসলে কোন দেশে বাস করছি আমরা?এ দেশ কি ধীরে ধীরে মৌলবাদিদের অভয়ারন্যে পরিনত হচ্ছে?নাকি ইতিমধ্যে হয়ে গেছে!!এমন চলতে থাকলে এদেশের আফগানিস্থান হতে আর বুঝি বাকি নেই।সুব্রত শুভ।এসময়ের সাহসী কন্ঠস্বর।লিখতেন মুক্তিযুদ্ধ নিয়ে,যুদ্ধাপরাধীদের নিয়ে।তথাকথিত রাজনৈতিক দল জামাত শিবিরের বিরুদ্ধে তার বলিষ্ঠ ভূমিকা উল্লেখ করার মতো।মেরুদন্ডহীন সরকার আমার ব্লগ বন্ধ করার কিছুক্ষন পরেই এই ঘটনা ঘটলো।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:২৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: মৌলবাদের জয়জয়কার চারিদিকে।

জয় বাংলা বলব নাকি জয় মৌলবাদ বলব বুঝে উঠতে পারি না।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৭

রিয়াদ আরিফ বলেছেন: জি ভাই। আমি confused আপনার মতো

২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:২৬

মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: এটাতো নতুন কিছু না.... আগেও কত মানুষ মাইক্রোবাসে নেয়া হয়েছে আর তারা হা্ওয়াও হয়ে গেছে.... এগুলোতো আপনাদের গা সওয়া হয়ে যাবার কথা।

ও আচ্ছা মাইক্রোতে যে হুযুররা তুলে নিছে আপনি শিওর? আগেতো R AB এর কথা শুনতাম...

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:২৭

জায়েদ ইকবাল বলেছেন: মাইক্রোতে যে হুযুররা তুলে নিছে আপনি শিওর?

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫

সরকার৮৪ বলেছেন: সুব্রত শুভ কে?

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৭

নষ্ট ছেলে বলেছেন: দেশে ভুদাইদের সংখ্যা আশংকা জনক হারে বাড়তাছে!

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮

রিয়াদ আরিফ বলেছেন: একদম

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৯

মুচি বলেছেন: দেশে ভুদাইদের সংখ্যা আশংকা জনক হারে বাড়তাছে! :-P :-P

৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৪১

নিরব বাংলাদেশী বলেছেন: জামাত-শিবির দোষ করলে তাদের ধরেন, দাড়ি টুপির দিকে আঙুল দেন কেন? পরিমল কান্ড ঘটানোর পর কি কারো পৈতাতে টান পরসিলো? যেখানে পারেন সেখানে ই দাড়ি টুপি কে সামনে দাড় করান আর তা না পারলে DNA test, ৪৮ ঘন্টা

৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫

বেপারিবাজ বলেছেন: মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: এটাতো নতুন কিছু না.... আগেও কত মানুষ মাইক্রোবাসে নেয়া হয়েছে আর তারা হা্ওয়াও হয়ে গেছে.... এগুলোতো আপনাদের গা সওয়া হয়ে যাবার কথা।

ও আচ্ছা মাইক্রোতে যে হুযুররা তুলে নিছে আপনি শিওর? আগেতো R AB এর কথা শুনতাম...

দেশ চালায় কে সরকার নাকি জামাত???
আর দাড়ি টুপির উপর আপনাদের আকরমন কেন?
এর আগেও ইলিয়াস লির মত নেতাকে গাড়িতে তুলে হাওয়া করা হয়েছে। আপনি কি তখন প্রতিবাদ করেছেন? জানি করেননি কিন্তু আমরা আপনার মত না। ব্লগার নিখোজের প্রতিবাদ করি। কাল এরকম আমারও পরিণতি হতে পারে।

৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯

বেপারিবাজ বলেছেন: আর দোহাই সব কিছুকেই একটী দলের দিকে আঙ্গুল দিবেননা। নারায়ণ গঞ্জের ঘটনায় সবাই একি কথা বলল, এখন দেখা যায় ঘটোনা অন্য। তাই সব কিছুতেই তদন্ত না করেই একটী দলের দিকে আঙ্গুল তুললে অন্যরাও সুযোগ নিতে পারে। এতে প্রকৃত ঘটনাটাই আড়ালে পড়ে যাবে।

যেই তাকে গুম করুক, আশা করি সহ ব্লগার আবার ফিরে আসবে। সরকার চাইলে মোবাইল ট্র্যাসিং করে বের করতে পারবে আশা করি।

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: একজন ব্লগার নিখোঁজ হইসে এই দিকে ফোকাস দেন। চান্সে শান্তি প্রিয় সাধারণ মুসলিম ধর্মভীরু মানুষের দাঁড়ি টুপি নিয়া টানাটানি কইরা এর ভিত্রে সাম্প্রদায়িক পলিটিকস ঢুকানোর ধান্দা কৈরেন্না।

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৫৯

অন্য পুরুষ বলেছেন: সাম্প্রদায়িক পলিটিকস ঢুকানোর ধান্দা কৈরেন্না


++

১২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:০২

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: The nasty games of politics should be stopped. Politics cannot be more imp than human lives.

১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১৯

মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: দেশে ভুদাইদের সংখ্যা আশংকা জনক হারে বাড়তাছে!


*কুনোব্যাঙ* বলেছেন: একজন ব্লগার নিখোঁজ হইসে এই দিকে ফোকাস দেন। চান্সে শান্তি প্রিয় সাধারণ মুসলিম ধর্মভীরু মানুষের দাঁড়ি টুপি নিয়া টানাটানি কইরা এর ভিত্রে সাম্প্রদায়িক পলিটিকস ঢুকানোর ধান্দা কৈরেন্না।

ধুতি গেলরে...

১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:২২

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: অন্য পুরুষ বলেছেন: সাম্প্রদায়িক পলিটিকস ঢুকানোর ধান্দা কৈরেন্না

তেনা পেছাইন্না কথা ছাড়া আর কুনো কথা নাই ব্লগে।
যে যার মতো পোস্ট দেয় ।
ইচ্ছা মতো মুল্লা/দাড়ি/টুপি নিয়া পোস্ট দেউ। ব্লগার হইছ?

আমরা ও জামাতের/শিবিরের হুগায় বাঁশ দেই ।
কিন্তু ভুলি না এই দেশে ভালো আলেমরা ও আছেন।

ব্লগার হওয়ার আগে মানুষ হইয়া ব্লগে আয়। আবাল

১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:২২

সুমনদেশ বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী বা হাসিনার পুলিশ লীগের কাছে অথবা 'শাহবাগী'দের খোঁজ নিলেও সন্ধান পাওয়া যাবে। এরাই গত ৪ বছর ধরে মানুষকে মাইক্রো উঠিয়ে নিয়ে হাওয়া করে দি্চ্ছে। অযথা মূর্খের মত দাড়ি-টুপি পড়া মানুষদের কথা তুলে সাম্প্রদায়িকতা বিষ ছড়াবেন না।

১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:২৬

সুমনদেশ বলেছেন:


'শাহবাগী'দের কাছে জলদি নালিশ করুন। কারণ 'শাহবাগী'রাই নাকি বর্তমানে সরকার চালাচ্ছে। অন্তত 'শাহবাগী'দের চারপাশে পুলিশসহ বিভিন্ন বাহিনীর লাগাতার পাহারা দেখে তাই মনে হয়।

ব্লগে এসে দাড়ি-টুপি নিয়ে উস্কানি দেওয়ার জন্যই আজ দেশে এমন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুতরাং এসব নোংরামি ছেড়ে দিন।

১৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৩

নয়ামুখ বলেছেন: সুব্রত শুভর পরিনতি ইলিয়াস আলী বা চৌধুরী আলমের মত হবেনা এটাই প্রত্যাশা করি

১৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৪

মতিউর রহমান মিঠু বলেছেন: দঃখজনক ঘটনা। জারজ জামাত শিবীর সব পারে।

কিন্তু মি.বড় ভাই মাইক্রোতে উঠিয়ে নেয়ার ঘটনা অনেক আগে থেকেই ঘটছে। এবং পেপার লেখা দেখতাম আইনশৃংখলা বাহীনি ওমুককে তুলে নিয়ে গেছে । আপনি কি করে শিওর হলেন যে জামাতি শুয়োরগুলো তুলে নিছে?? এই সুত্র কোথ্থেকে জানলেন ভাই?? তাইলে কি তুলে নেয়ার পরিকল্পনা যখন করছে তখন আপনি উপস্থিত ছিলেন??

আর কথায় কথায় তালেবান হয়ে গেছে বা তালেবান হতে চলছে এসব ভন্ডামি ছারেন। তালেবান হওয়া কি বাচ্চার হাতের মোয়া যে চাইলো আর হয়ে গেলো!! বাবা'র রক্তে কেনা বাংলাদেশ কোনো মাদার চোদ চাইলো আর হইয়া গেলো না?

কোনো মাদার চোদগন যদি তালে বালে বানাইতে চায় তখন আপনি কি করবেন?? নপংশুকের মতো নু.....নু ধইরা ঘরে বইয়া থাকবেন নাকি রুখে দাড়াবেন কোনটা??

১৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৯

নষ্ট শয়তান বলেছেন: নো পলিটিক্স প্লিজ।

উনি যদি ধর্ম কে অবমাননা না করে আমি উনার আশূ মুক্তি চাই। যেখানে থাকুন ভাল ভাবে ফিরে আসুন শুভ

২০| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৬

মতিউর রহমান মিঠু বলেছেন: আমিও তাই চাই নষ্ট ভাই। কোন সংবাদ হুট করে করা ঠিকনা। তালেবান ব্যাপারটা বললাম এ কারনে যে, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার দু'জন চাচা শহীদ হয়েছেন ৭১ এ। এখন কেউ বললো আর তা হয়ে গেলো, আমরা সব নপংসুক!!!!!!!!!!আজিব

২১| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৪

জাহাঙ্গীর জান বলেছেন: দাঁড়ি টুপি এইভাবে না বললে কেন ভাই বাংলা দেশ মুসলমান দেশ হিসাবে আমাদের বাবা দাদা ও দাঁড়ি রাখতেন তাই বলে কি উনারা যুদ্ধ অপরাধী ছিলেন । উস্কানি মুলক কথা না বলা ভালো ।

২২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫০

আকাশ চুরি বলেছেন: দারি টুপি দেখলে কি সমস্যা?

২৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২

আশিকুর রহমান ১ বলেছেন: এ দেশ কি ধীরে ধীরে দাড়ি টুপি ওয়ালা মৌলবাদিদের অভয়ারন্যে পরিনত হচ্ছে

দাড়ি টুপি থাকলেই মৌলবাদি??? X( X( X(

আপনাদের এই আবাল মার্কা কথাবার্তার কারনেই আজ সাধারণ মানুষ ব্লগার বলতে নাস্তিকদের বুঝে।

২৪| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

আহ্নিক অনমিত্র বলেছেন: ডিবি বাবারা ধরে নিয়ে গেছে তেনাদের। আর যারা বলে ফেলেছেন যে দাড়ি টুপি পড়া মানুষ ধরে নিয়ে গেছে তাদের, ধিক্কার আপনাদের। ছিঃ এত নিচ আপনারা।

২৫| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: আহ্নিক অনমিত্র বলেছেন: ডিবি বাবারা ধরে নিয়ে গেছে তেনাদের। আর যারা বলে ফেলেছেন যে দাড়ি টুপি পড়া মানুষ ধরে নিয়ে গেছে তাদের, ধিক্কার আপনাদের। ছিঃ এত নিচ আপনারা।


কিরে ব্লগার নামে বাল্গার-দেকছছ কি হইছে তদের মতো বাল্গার দের কারনে, সব ব্লগার এখন নাস্তিক হইয়া গেছে ।


নষ্ট শয়তান বলেছেন: নো পলিটিক্স প্লিজ।

উনি যদি ধর্ম কে অবমাননা না করে আমি উনার আশূ মুক্তি চাই। যেখানে থাকুন ভাল ভাবে ফিরে আসুন শুভ

২৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৮

মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: আবাল ভাইজান.... লিংক লাগবে?

‘‘ধর্মীয় বিষয়ে উস্কানিমূলক ব্লগ লেখার অভিযোগ তুলে রাসেল পারভেজ, মশউর রহমান বিপ্লব এবং সুব্রত শুভকে ডিবি পুলিশ সোমবার রাতে তুলে নিয়ে যায় এবং মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।’’

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.