নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরণ্যের দিনরাত্রি

রিয়াদ আরিফ

স্বপ্ন উড়াই,স্বপ্ন পুড়াই ,স্বপ্ন নিয়েই ঘর করি।।।।

রিয়াদ আরিফ › বিস্তারিত পোস্টঃ

বড় দুঃসময় বন্ধু: প্রতিরোধ এক্ষুনি

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

আমাদের বাংলাদেশ।মৌলবাদী শকুনেরা বারবার আঘাত হেনেছে আমাদের স্বাধীনতায়।আমাদের চেতনায়।আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রত্যক্ষ বিরোধী এই অপশক্তি তাদের এই অপকর্ম সাধনে আশ্রয় নিয়েছে ধর্মের।সাধারন ধর্মভীরু মানুষদের মগজ ধোলাই করে তারা ধ্বংস করতে চেয়েছে প্রগতিশীল মহলকে।ধর্মীয় সন্ত্রাস সৃষ্টিকারী এই কুচক্রী মহল পুড়িয়েছে আমাদের পতাকা,ভেঙেছে শহিদ মিনার।তবু এই মহল আমাদের বাংলায় বুক ফুলিয়ে হাঁটে।এবার উড়িয়ে দিতে চেয়েছে আমাদের শৌর্য ও স্বাধীনতার প্রতীক রাজু ভাস্কর্য সহ সকল ভাস্কর্য।ভেঙে দিতে চেয়েছে গণজাগরন মন্ঞ্চ।আমাদের এ দেশ কখনো নষ্টদের অধিকারে যেতে পারে না।এ দেশ কখনো মৌলবাদীদের অভয়ারন্য হতে পারে না।এই মৌলবাদী শক্তি বারবার অক্টোপাসের মতো তাদের রং,বেশ আর সংগঠন পাল্টিয়েছে।তারা সর্বশেষ জড়ো হয়েছে হেফাজতি ইসলাম নামক তথাকথিত সংগঠেনর আড়ালে।ইতিমধ্যে আজ দুপুরে হামলা চালিয়েছে ঘাতক দালাল নিমুর্ল কমিটির মন্ঞ্চে।বেঢপ পিটিয়েছে নারী সাংবাদিক কর্মীদের যা মধ্যযুগীয় ববর্রতাকেও যেন হার মানাচ্ছে এই ভন্ডরা।এদের প্রতিরোধ করুন।চলে আসুন শাহবাগের প্রজন্ম চত্ত্বরে।সুর মেলান প্রজন্মের বাশিওয়ালাদের সাথে।তাছাড়া এই ধর্মব্যাবসায়ীরা এদেশকে আফগানিস্থান কিংবা পাকিস্থান বানিয়ে দেবে।আপনার বাক স্বাধীনতাকে চিরতরে স্তব্ধ করে দেবে।প্রগতির চর্চা বন্ধ করে দেবে।আপনি আর প্রিয়তমকে ভালোবেসে লিখতে পারবেন না।অসাম্প্রায়িক বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনাকে স্তব্ধ করে দিতে চায় তাদের বিরুদ্ধে এ দ্বিতীয় মুক্তিযুদ্ধে দাড়িয়ে যান প্রজন্মের বাঁশিওয়ালাদের সাথে।যেখানে আপনার আমার সবার স্বপ্নের বীজ বোনা আছে।বড় দুঃসময় বন্ধু: প্রতিরোধ এক্ষুনি

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

জানতে চায় বলেছেন: আর নয় প্রতিরোধ ,
এবার হবে প্রতিশোধ

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

প্রািন্ত বলেছেন: মৌলবাদীরা বার বার শহীদ মিনারে হামলা করেছে। কিন্তু প্রগতিশীল হিসেবে যারা নিজেদেরকে দাবী করে তাদের কর্মকান্ড একবার বলুন। ৭১ পরবর্তীকালে আওয়ামীলীগ কি জনগণকে স্বাধীনতা দিয়েছিল? তারা কি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিল? যারা বাকশাল গঠন করেছিল, রক্ষীবাহিনী দিয়ে যারা এদেশের সাধারণ মানুষের স্বপ্রকে যারা পদদলীত করেছে তারা আর যাইহোক দেশপ্রেমিক নয়। দেশ আজ দুই ভাগে বিভক্ত কিন্তু আর জান্য দায়ী মৌলবাদী শক্তি এবং তথাকথিত প্রগতিশীরা। আর আমরা রয়েছি চরম আতংকে।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

ধূসর পানিপোকা বলেছেন: মৌলবাদের জায়গা নাই ।অপরাজেয় বাংলা ঘুমায় নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.