নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরণ্যের দিনরাত্রি

রিয়াদ আরিফ

স্বপ্ন উড়াই,স্বপ্ন পুড়াই ,স্বপ্ন নিয়েই ঘর করি।।।।

রিয়াদ আরিফ › বিস্তারিত পোস্টঃ

রায় নিয়ে আবারও চুদুরবুদুর,জাতির জন্য সীমাহীন লজ্জা!

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫

পাঁচ ধরনের অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পর ও ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ব্যক্তিটির শাস্তি কেবল নব্বই বছরের কারাদন্ড!পুরো জাতির সাথে সেরা প্রহসনটি বোধহয় এটিই।যতোদিন থেকে রাজাকার শব্দটির সাথে আমার পরিচয় ,তারও আগে থেকে এই গো আজমের নামটির সাথে আমার পরিচয়।পরিচয় একজন মানবতা বিরোধী,বর্বর,নরঘাতক,জঘন্য পশু হিশেবেই।একাত্তরে রাজাকার, আলবদর শান্তি কমিটি প্রতিষ্ঠার নামে এই নরঘাতক তার দেশ ,জাতি ও মায়ের সাথে করেছে বিশ্বাসঘাতকতা।একাত্তরে অপরাধ সংগঠনের সময় সে তো কারো বয়স আমলে নেয় নি!তবে তার প্রতি এতো কেন সহানুভূতি।আমাদের অনুভূতির এত নিদারুন অপচয় কেন।যে জানোয়ার নিদ্বিধায় পচাঁনব্বই বছরের বৃদ্ধাকে হত্যার নির্দেশ দিতে পারে,মেয়ের বয়সী অজস্র নারীরে পাক হানাদারদের হাতে তুলে দিতে পারে তার বিচারে আমাদের এতোটা মানবিকবোধ সম্পন্ন হওয়াটি একেবারেই মূর্খটা নয়?এই বর্বরটা আজীবন পাকিস্থানি দালালদের দোসর।দেশ স্বাধীন হবার পরও দীর্ঘদিন ধরে পাকিস্থানের অখন্ডতা দাবি করে বাংলাদেশ বিরোধী প্রচারনা চালিয়েছেন। ধর্মান্ধ মানুষকে ধোঁকা দিয়ে জামাতে ইসলামির মতো ধর্মীয় ব্যবসায়ীক প্রতিষ্ঠান খুলে বসেছেন। আমাদের স্বাধীনতা এবং বাংলা নামের দেশটির অস্তিত্বেই যার বিশ্বাস নেই সেই বিশ্বাসঘাতক,দালাল এতো দিন এদেশে র্নিভয়ে কাটিয়েছেন এটা আমাদের জন্য সীমাহীন লজ্জার।তারচেয়েও তাকে ফাঁসি না হওয়া আরো বেশি লজ্জার।এ যেন ত্রিশ লক্ষ শহীদের সাথে আমাদের বেইমানী,প্রিয় মাতৃভূমির প্রতি দায়বদ্ধতার কমতি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.