নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরণ্যের দিনরাত্রি

রিয়াদ আরিফ

স্বপ্ন উড়াই,স্বপ্ন পুড়াই ,স্বপ্ন নিয়েই ঘর করি।।।।

রিয়াদ আরিফ › বিস্তারিত পোস্টঃ

যেদিন কবি তরুনীর হাত ছেড়েছে....

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

· কবির মগে কবিতা নেই
কবির মগে এখন ছারপোকা
কবি এখন আর রাত জাগে না
পূর্নিমার খবর রাখে না
বিকেল বেলা গলির দোকানে ঝোলপুড়ি খায় না।

কবির কলম এখন শুকনো
কবির খাতায় এখন কেনা বেচার হিশেব
কবি এখন অফিসের কেরানি
যেদিন কবি ছেড়েছে তরুনীর হাত
সেদিন থেকে কবি বন্ধ্যা,শুকনো ও মরা!

কবি আর প্রসব বেদনায় কাতরায় না
রেললাইনের ধারে দাড়ায় না
কাঁদা মাটির খেলা দেখে হাসে না।

যেদিন কবি ছেড়েছে তরুনীর হাত সেদিন থেকে
কবির চোখে আগুন নেই,উন্মাদনা নেই।

কবি এখন মৃত। তার আশু সত্‍কার প্রয়োজন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

প্রান্তিক জন বলেছেন: ঝোল পুড়ি আমিও অনেক দিন হলো খাই নি । সে তরুনী হাত ছেড়ে দিয়েছে বলে নয় । পাই নি তাই । আর তরুনী হাত ছেড়ে দিলে আমার বরং সুবিধাই হতো; দুইটার জায়গায় চারটা খেতাম ।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১

মুহা. হাফিজুর রাহমান শামিম বলেছেন: ''কবির কলম এখন শুকনো
কবির খাতায় এখন কেনা বেচার হিশে..........।'' চমৎকার হয়েছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১১

রিয়াদ আরিফ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.