নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরণ্যের দিনরাত্রি

রিয়াদ আরিফ

স্বপ্ন উড়াই,স্বপ্ন পুড়াই ,স্বপ্ন নিয়েই ঘর করি।।।।

রিয়াদ আরিফ › বিস্তারিত পোস্টঃ

বরকতের কাছে উত্তরসূরির চিঠি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩

প্রিয় বরকত ,

আপনার সাথে আমার প্রথম পরিচয় বাবার মুখে।আমি তখন কতোই বা!ছয় কিংবা সাত।ততোদিনে আমার বর্ণমালার প্রায় সবগুলো অক্ষরের সাথে পরিচয় হয়ে গেছে।স্বর আর ব্যান্জন মিশিয়ে বাংলায় নিজের নামটা লেখা শিখে গেছি।সেই সাথে শিখে গেছি এ ভাষায় দিগন্ত লেখা যায়।এ ভাষায় সমুদ্র লেখা যায়।



এ ভাষা দিগন্তের চেয়েও বিশাল,এ ভাষা সমুদ্রের চেয়েও গভীর।তারপর পেড়িয়ে গেছে বেশ ক'টা বছর।ইতিমধ্যে আমি ইশকুলের গন্ডি পেড়িয়ে বিশ্ববিদ্যালয়ে উঠে গেছি।আমার ঘরে এখন আপনার একটা ঝাপসা ছবি ঝুলিয়ে রেখেছি।



মাঝে মাঝে বিকেলের দিকে জানালার ফাঁক দিয়ে রোদ এসে পড়ে আমার ঘরে।আপনাকে তখন রক্ত মাখা মনে হয়।প্রিয় বরকত সাহেব,আমাদের উচ্চ শিক্ষার মাধ্যম হিশেবে এখনও বাংলা প্রতিষ্ঠা পায় নি।বিশ্ববিদ্যালয়ের ক্লাশগুলোতে তাই আমার মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে।আমাদের বাবা মারা অনেকেই সন্তানদের ইংরেজি মাধ্যম ইশকুলে পড়িয়ে আভিজাত্য অনুভব করে সন্তানের শুদ্ধ করে বাংলা বলতে না পারাতে গর্ব অনুভব করে।আমাদের লুলায়িত প্রজন্ম নিজেকে smart প্রমাণ করার জন্য বাংলার ভেতর ভুলভাল ইংরেজি মিশেল করে।এ প্রজন্মের আমরা লালনকে চিনি না,হাসনকে চিনি না

।আমরা বাংলা গান শুনতে রীতিমত লজ্জাবোধ করি।পশ্চিমা চিৎকার সর্বস্ব অপসংগীতকে ধারন করে আমরা নিজেদের আধুনিক প্রমাণ করতে ব্যস্ত।এ প্রজন্মের একজন হিশেবে তাই আপনার কাছে আমি করজোড়ে ক্ষমা চাইছি।আপনার উত্তরসূরী হিশেবে ভাষার প্রতি দায়িত্ব পালন করতে পারিনি।আপনি আমাদের ক্ষমা করবেন না।ইতিহাস আমাদের ক্ষমা করবে না।



ভালো থাকবেন। আকাশের তারা ,ছায়া আর রোদ্দুর হয়ে। বাংলার আকাশে ঘাসে ।



ইতি

উত্তরসূরিদের পক্ষে

রিয়াদ আরিফ

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

পাঠক১৯৭১ বলেছেন: অপ্রয়োজনীয়।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫২

নিশাত তাসনিম বলেছেন: গানের ক্ষেত্রে ইংলিশ গান শোনা তেমন দোষের কিছু না মনে হয় । আর আকাশ সংস্কৃতির এই যুগে বাংলার ভেতর টুকটাক ইংরেজি শব্দ মিশ্রিত করে কথা বলাকে আধুনিকতা বলা হয়। :P :P

আমাদের বাবা মারা অনেকেই সন্তানদের ইংরেজি মাধ্যম ইশকুলে পড়িয়ে আভিজাত্য অনুভব করে সন্তানের শুদ্ধ করে বাংলা বলতে না পারাতে গর্ব অনুভব করে।আমাদের লুলায়িত প্রজন্ম নিজেকে smart প্রমাণ করার জন্য বাংলার ভেতর ভুলভাল ইংরেজি মিশেল করে।এ প্রজন্মের আমরা লালনকে চিনি না,হাসনকে চিনি না
।আমরা বাংলা গান শুনতে রীতিমত লজ্জাবোধ করি।পশ্চিমা চিৎকার সর্বস্ব অপ সংগীতকে ধারণ করে আমরা নিজেদের আধুনিক প্রমাণ করতে ব্যস্ত।এ প্রজন্মের একজন হিশেবে তাই আপনার কাছে আমি করজোড়ে ক্ষমা চাইছি।আপনার উত্তরসূরি হিশেবে ভাষার প্রতি দায়িত্ব পালন করতে পারিনি।আপনি আমাদের ক্ষমা করবেন না।ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

সুন্দর বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.