নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গা দের জন্য মানবতা নেই,তারা মানুষ না এলিয়েন বলে!

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

কয়েকদিন ধরেই ভাবতেছি রোহিঙ্গা নামক প্রাণীদের নিয়ে কিছু লিখব কিন্তু লিখার মত ভাষা খুজে পাচ্ছিনা।

মানবতার বুলি যখন তখন মুখ দিয়ে বের হলেও জায়গামত তা গুতা দিয়েও বের করা যায়না চেতনায় আঘাত পড়ে বলে। যুদ্ধ হয় দুটো দল বা দুটো দেশের সাথে কিন্তু ব্যপার টা যখন একতরফা তখন সেখানে মানবতা নামক বস্তু টা খুব অসহায় হয়ে পড়ে।

যারা প্রতিনিয়ত বলে যাচ্ছে মানব ধর্মই প্রকৃত ধর্ম তারা এখন মায়ানমার ইস্যুতে চুপ কেন? নাকি তাদের মানুষ মনে হয়না? তারা কি তাহলে কোন হিংস্র প্রাণী? যার জন্য একতরফা ভাবে যুদ্ধ করে প্রাণী গুলোকে হত্যা করে মানবতা কর্মীদের বাঁচার ব্যবস্থা করতেছে?

কি অপরাধ সেই মানুষ গুলোর? তারা মুসলিম বলে? আচ্ছা মানলাম তারা মুসলিম বলে তাদের জন্য কোন মানবতা নেই। কিন্তু তার আগে তো তারা মানুষ তাইনা?

নাস্তিক ব্লগার গুলো মরলে মানবতা চুয়ে চুয়ে পড়ে,হোক দেশে অথবা দেশের বাইরের কোন নাস্তিক ব্লগার। বার্মার মানুষ গুলো কে বিনা অন্যায়ে,বিনা উস্কানিতে,গুলি করে কুপিয়ে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, আবার সেইসকল ভিডিওগুলো ও কিন্তু ভাইরাল হচ্ছে তবুও আমাদের মানবতা চুপ করে আছে।

কয়েকদিন ধরেই নিউজফিডে এই হত্যার ভিডিওগুলো দেখতে দেখতে সহ্য করার ক্ষমতা প্রায় হয়ে গেছে। প্রথম যখন কয়েকটা ভিডিও দেখেছিলাম তখন চোখ দিয়ে পানি পড়লেও এখন আর পড়েনা। বুঝতে পারলাম তারা মানুষ না। মানুষ যদি হতো তবে প্রকাশ্যে এই অত্যাচারের জন্য মানবতা কর্মীদের প্রতিবাদ দেখতে পেতাম।

ভিডিও গুলো দেখা শেষে মানবতা দেখাতে সামর্থ্য অনুযায়ী cry react অথবা angry react দিয়ে কেটে পড়ি

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

যোগী বলেছেন: কমেন্ট মুছলি কেন খা.পো

নাস্তিক ব্লগার গুলো মরলে মানবতা চুয়ে চুয়ে পড়ে,হোক দেশে অথবা দেশের বাইরের কোন নাস্তিক ব্লগার।


খা.পো. তোর মুখে মানবতার কথা???

তুই এই ব্লগে বসে কী বাল ফালাস?
অসহায়দের পাশে দাঁড়ানো ইসলামের হুকুম।
তুই বালের কিসের মুসলমান যে এখনো বার্মায় না গিয়ে এখানে বসে আছিস?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.