নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

প্রিয় পঁচা কলিজা

০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৮

আমার প্রিয় কোন কিছু আমার থাকেনা। টাকা,নারী থেকে শুরু করে পায়ের স্লীপারজোড়া পর্যন্ত ঢপ দেয় আমাকে।

নীল রঙের একটা টি-শার্ট ছিলো,খুব প্রিয়। এমন ও অনেক সপ্তাহ কেটেছে আমি ধুইনাই। বিদঘুটে গব্ধের ভয়ে পারফিউম মেরে মেরে গায়ে দিয়ে বের হয়ে গেছি। শেষমেশ তাও টিকলোনা,স্থান পেলো ডাইনিং টেবিল পরিষ্কার করার কাজে। চোখের সামনে এমনটা মেনে নিতেও কষ্ট লেগেছিলো। কিচ্ছু করার নাই!!

গত কয়েকবছর আগে একজোড়া স্লীপার কিনেছিলাম এমবি সুজ থেকে,লোকাল ব্র‍্যান্ড তবুও প্রায় ৮ মাসের মত লাস্টিং করেছে। এরপর মুচি দিয়ে সেলাইতেলাই করে আরো দুই তিন মাস। ক্ষয় হলো এরপর পেলে দিতে হলো। কিচ্ছু করার নাই!!

নারীর কথা না হয় বাদই দিলাম।

আমার লেখাগুলো কেমন তা আমি নিজেও জানিনা,অহেতুক লিখি বোধহয়। তাই হয়ত অনেকে আমাকে ছ্যাক খোর বলে ট্যাগ দিয়ে ইনবক্সে শান্ত-না দিতে আসে। স্বাগতম তাদের!! কিচ্ছু করার নাই,প্রিয় কোন জিনিস প্রিয় তালিকায় প্রিয় থাকেনা বেশিদিন।

আমি জানি আমাকে সব মেনে নিতে হবে। পুরনো স্লীপার কে ভুলে থাকতে হবে,নীল টি-শার্ট টা কে ভুলে থাকতে হবে।

শুধু আমিই না এমন অনেক মানুষ আছে যাদের শুধু স্লীপার কিংবা নীল টি-শার্ট থেকেও দামী কিছু হারিয়ে যায়। হারিয়ে যায় নিজের তরতাজা কলিজাটুকু,হারিয়ে গিয়ে পঁচে যায়। টি-শার্ট এর মত করে হয়ত পঁচা কলিজাটা কোন তুচ্ছ কাজেও লাগেনা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৮

ওমেরা বলেছেন: আপনার লিখা তো আমার কাছে আজাইরা প্যাচাল ছাড়া কিছু মনে হল না । জামা,কাপড় জুতো যত প্রিয়ই হোক একসময় তা পুরান হয়ে ছিড়ে যাবেই এটাতো স্বাভাবিক । আমার কথায় আবার মনে কিছু নি্যেন না । ধন্যবাদ ।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:০২

রিয়াজ হান্নান বলেছেন: সার্কাজম পোস্ট ছিলো। না বুঝলে কিছু করার নেই। ধন্যবাদ!

২| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৫

কানিজ রিনা বলেছেন: বাহঃহাহাহা

৩| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৬

রুপ।ই বলেছেন: ভালো লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.