নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

নারী দি-বস

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৪

শ্যাম্পুর বিজ্ঞাপনে নারী,গাড়ির বিজ্ঞাপনে নারী,বাইকের বিজ্ঞাপনে নারী,কন্ডমের বিজ্ঞাপনে নারী,কন্ডেন্সড মিল্কের বিজ্ঞাপনে নারী ইত্যাদি ইত্যাদি।

যারা সারাদিন নারী অধিকার নারী অধিকার বলে চিল্লাপাল্লা করে তারাই এইসব কাজে নারী দের ব্যাবহার করে।

আবার যে সকল নারীরা নারী অধিকার,নারীরা ভোগের পণ্য নয় বলে চিল্লাচিল্লি করে তারাই এই ভোগের লুকে এসে হাজির হয়।

নারী আসলেই ভোগের পণ্য। না হয় পুরুষের কন্ডমের বিজ্ঞাপনে কেন নারীকে কামুকি লুকে রাখা হয়? কেনই বা নারী সে লুকে নিজেকে উপস্থাপন করে?

ও হে নারী এইসব থেকে বেরিয়ে এসো আগে তারপর বড় বড় লেকচার পয়দা করে আন্দোলন করো।

নারী দি-বস এর শুভেচ্ছা সবাইকে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৮

গেম চেঞ্জার বলেছেন: নারীকে বিজ্ঞাপনের মডেল করায় কি নারী নিজেই পণ্য হয়ে গেছে?? কোন লজিক এটা বলে???

শাক দিয়ে যতই ঢাকার চেষ্টা করেন, লাভ নাই। লাভ নাই!

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৭

রিয়াজ হান্নান বলেছেন: কন্ডম তো পুরুষ এর জিনিস তবে মেয়েকে কামুকে করে বিজ্ঞাপন দিতে হবে কেন?

২| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৯

আহা রুবন বলেছেন: কষ্ট কইরা পুরুষ মডুল বানায়া লাভ কিতা? দুই দিন সব গুলাইন তো টাকলু হইব। নারী মডুল বেশি টেকসই :D

৩| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৮

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: কথাগুলো রাফ এন্ড টাফ হলেও অস্বীকারের উপায় নেই। উনি হয়ত সেই সকল নারীদের উপর জেদ দেখিয়েই নারীদের পণ্য বলেছেন যারা সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে নিজেদের বাজারে বিকোয়। আমিও সেসব নারীদের পণ্যই বলব যারা নিজেদের মর্যাদা রক্ষা করতে জানেনা, নিজেদের সম্মান করতে জানেনা। নারী নিজে নিজেকে শ্রদ্ধা করতে না পারলে পুরুষের থেকে তা আশা করা অনেক পরের ব্যাপার।

৪| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৫

রিয়াজ হান্নান বলেছেন: এই সমাজে কারা বেশি চিল্লায় নারীর অধিকার নিয়ে খোজ নিয়ে দেখেছেন? ভালো করে খোজ নিয়ে দেখেন তারাই বেশি চিল্লায় যারা কামুকি লুকে নিজেদের প্রকাশ করে বেড়ায়
ধন্যবাদ!!

৫| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫২

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: সারাদিন মিডিয়াতে পুরুষ বিদ্বেষী কথা বলে বেলা শেষে সেই পুরুষের সম্রাজ্যেই আশ্রয় প্রার্থী ! এটাই নারীর স্বাধীনতা বা অধিকার বলে মনে হয় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.