নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি বিলাস

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১১

অসামাজিক উপাধি পেয়েছি কত বছর আগে ঠিক আমার মনে নেই। তবে একজন অসুস্থ, ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক উপাধি পেয়েছিলাম এইতো কয়েক বছর আগে।

এইসব উপাধি-টুপাধি নিয়ে আমার মাথাব্যথা নেই।

আমি কখনো মায়াজালে আটকাতে পারিনা,অর্থ কিংবা সুদর্শন চেহারা অথবা হৃদপিণ্ড দিয়ে।

আমার প্রতিটা অক্ষরে আমার বসবাস চিরস্থায়ী। আমি নিজেকে কোথাও খুঁজে না পেলে অক্ষর গুণা শুরু করে দিই। প্রতিটা অক্ষরে প্রাণ ফিরে পাই।

মাখে মাঝে টুপ করে হারিয়ে যাওয়ার মজা আলাদা,কেউ খুঁজলে খুঁজবে না খুঁজলে নাই।

কেউ খুঁজে খুঁজে হয়রান হয়ে রাতের ঘুম হারাম করলেও আমার মজা লাগবে। হয়ত সে রাতে বৃষ্টির সময় সে আমাকে ঘৃণা করবে। হয়তবা বৃষ্টির জলে আমাকে মুছে দিবে।

হারিয়ে যাওয়া এত সহজ কাজ না,ঘুরেফিরে ফিরেঘুরে হয়ত আবারো এখানে আমার বসবাস শুরু হবে,বসতবাড়ি বানানো হবে। তোমরা হয়ত দেখবেনা,অদৃশ্য হয়ে থাকবে।

হয়তবা আমার কোন ঘর থাকবেনা,এখানে সেখানে শুয়ে থাকবো অথবা গাছের ছায়ায় বসে ধার করা সিগারেটে সুখ টান দিয়ে জীবনের কয়েকটা পৃষ্ঠায় টুপ করে চোখ বুলিয়ে নেব।

একদিন হারিয়ে যাব আমি,হঠাৎ করে দেখবে আমি হারিয়ে গেছি। দূর বহুদূর কিংবা অনেক দূরে। হয়তবা মুখোশ পরে হেটেবেড়াবো তোমাদের আশেপাশে,হয়ত তোমরা আমাকে চিনতে পারবেনা, চিনতে না পেরে মুখ ফিরিয়ে নিবে।

হয়তবা মোমের আলোয় বইয়ে চোখ বুলাবো,হয়তবা মাটির ঘরে শুয়ে খেজুর পাতা বেয়ে পড়া টুপ টুপ বৃষ্টির পানিতে বৃষ্টি বিলাশ করবো।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: বৃষ্টির দিনে বৃষ্টি বিলাস ভালইতো।

২| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৬

আখেনাটেন বলেছেন: ভালো লাগল পড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.