নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

আচ্ছা সে রাতে কি জোনাকিপোকারা ম্যাজিক লাইটের মত করে আলো দিবে?

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৯

মাঝে মাঝে আমার খুব করে মন খারাপ হয়ে যায়। মন খারাপের কোন কারণ লাগেনা। হুট করে এসে আপনাকে টেনশন ধরিয়ে দিয়ে যাবে।

একগাদা টেনশন নিয়ে আপনি চলাফেরা করবেন। আসলে কোন টেনশনই নাই আপনার,সবটাই বানোয়াট,আপনাকে গিলে খাওয়ার একটা অপচেষ্টা মাত্র।

আমার যখন মন খারাপ থাকে আমি আকাশের দিকে তাকিয়ে থাকি আর ভাবতে থাকি মৃত্যু নিয়ে। মৃত্যু একটি সেনসিটিভ ব্যাপার।

আমার মৃত্যু কিভাবে হবে? সেদিন/রাতে কি ঝড়বৃষ্টি হবে?

নাকি প্রচণ্ড জ্যোৎস্নাময় রাত থাকবে?

সে রাতে কি জোনাকিপোকারা ম্যাজিক লাইটের মত করে আলো দিবে?

সে রাতে কি প্রচণ্ড বৃষ্টির মাঝেও আকাশে তাঁরা ভেসে উঠবে?

আমার মৃত্যু যখনই হোক না কেন আমি চাই,কেউ একজন আমার পাশে বসে আমার শেষ নিঃশ্বাস কে বিদায় জানাক। আমার নিঃশ্বাসের বিদায়ের পরে সে আমার দুটো খোলা চোখ বন্ধ করে দিক। হাত পায়ের আঙুল গুলো সোজা করে দিয়ে একটা মৃদ্যু হাসি দিক।

প্রিয় মানুষ মারা গেলে কেউ হাসতে দেখেনি আমি,তবে আমি চাই আমার মৃত্যুর পর সে হাসুক।

মৃত্যুর আগে মানুষের শেষ ইচ্ছে থাকে,ধরে নেয়া যাক এটাও আমার একটা ইচ্ছে,হতে পারে শেষ ইচ্ছে।

মানুষের শেষ ইচ্ছেগুলো পূরণ হয় কিনা জানিনা,তবে আমি চাই আমার শেষ ইচ্ছে পূরণ হোক,খুউউব করে চাই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৩

ওমেরা বলেছেন: পাগলের আবার কোন ইচ্ছা থাকে নাকি !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.