নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

হলুদের শহর!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮


বসন্তের কবিতা,তুমি কালো রঙে কেন?
তুমি একলা কেন বলবে আমায়?
বসন্তের হলুদ,তুমি ছাই রঙ হওনি কেন?
আচ্ছা বসন্ত,তুমি একা কেন আবদ্ধ?
তোমার কি মন খারাপ হয়?

বসন্ত,তুমি পুকুর শুকানো পায়ের চিহ্ন,
আধখাওয়া সিগারেট,আমার হতাশার পলিব্যাগ।
সবাই থাকবে,বাস ট্রেনে ঝুলে,
নৌকার মাঝি গান ধরবে, প্রেমের গান!
শুধু আমি পড়ে থাকবো,সবার ভিড়ে অন্যভাবে।

দু'একটা বসন্ত আমার গায়েও লেগেছিলো
কাঠপোড়া দুপুরের লাল চা,
প্রেমিকার মিষ্টিমুখ,ছিলো কবিতার বাক্স!
উত্তাপ,প্রচণ্ড উত্তাপে তোমার নাক বেয়ে পড়া ঘাম,
আমার ভেতর আশা জাগানো এক মহাসংবাদ।

সময় বদলে গেছে সময়কে ঘিরে,
আমি দাঁড়িয়ে আছি,উপভোগ করছি তোমাদের,
এ যেন হলুদের শহর,এ যেন ফাল্গুনী প্রেম।
সময় এসে গেছে,পালানোর সময়!
বসন্ত,তুমি এমনকরে আবারো এসো গোটা শহরজুড়ে,
হলুদে আবৃত হয়ে,ছুয়ে যেয়ো,
ছুয়ে দিও এই পাপী শহরটাকে।

আমি চলে যাচ্ছি,বসন্ত!
তোমাকে আমার প্রয়োজন পড়বেনা,
বাসের টিকেট কেটে বাস ধরেছি,
অনেকে দেখছি তখনো প্রেম কুড়াচ্ছে,
দুই চারটা প্রেমিকার ভিড়ে আরো দুইচারটা,
পেছনে তাকিয়ে দেখি আমার অর্ধ প্রেমটা
ঝুলে আছে গলায় দড়ি দিয়ে!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.