নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

অভিমান?

৩০ শে মে, ২০১৮ রাত ১০:০২


অভিমান লুকিয়ে থাকুক ভেতরে,প্রকাশ করলে সেটা আরো বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ আপনি অভিমান করতে পারেন না। আপনি রোবট!

রোবটের ভূমিকায় যতক্ষণ থাকবেন ততক্ষণ চারপাশে শান্তি থাকবে,মৃদ্যু বাতাস বইবে। যখন তা প্রকাশ করবেন সেটা ঝড়ে পরিণত হয়ে যাবে। আর সেটা কখনোই মঙ্গলজনক হবেনা,অন্তত আপনার জন্য।

বেশিরভাগ আমি-তুমির ব্যাপার হল পছন্দ অপছন্দ নিয়ে বা আমার এইটা ভালোলাগেনা,ঐটা ভালো লাগেনা।

এই দুইটা ব্যাপার সত্যি খুব কঠিন,একজনের সব কিছু মেনে নেওয়া এত সহজ ব্যাপার না,তারপর ও আপনি যখন মেনে নিবেন দেখা যাবে তুমি নামক মানুষটা আপনার পছন্দ অপছন্দ গুলোকে মেনে নিচ্ছেনা। মানবেওনা,সেক্রিফাইস ব্যাপারটা খুব সহজ হলেও কিছু মানুষের কাছে তা গোড়ামি। মানে আমিই ঠিক,আমিই যা বলবো তাই।

তুমি আমার-আমি তোমার,আমি-তুমি এক!

এইসব শুধুমাত্র নিজেকে এড়িয়ে যাওয়ার গল্প কবিতা,কিংবা মনোরঞ্জন করার একটা উপায়। বাস্তবতা ভিন্ন কিছু বলে। সত্য বলতে আমি তুমি কখনো এক না। যদি হত তাহলে অভিমান জমে পাহাড় হতনা,দুঃখ বয়ে নিয়ে হাসাহাসি করা হতনা। চা সিগারেটে ঠোঁট পুড়তোনা। গাঁজার গন্ধে চারপাশ ভারী হতনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.