নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলোপড়া চশমার কাঁচ, শার্টের কোনা দিয়ে বুলিয়ে;পৃথিবীকে দেখি রোজ, কথা বলি প্রতিদিন, কাঁদি আর হাসি মাথা দুলিয়ে।

রিয়াজ দ্বীন নূর

ভাসিয়ে দিয়েছি তরী;আকুল হয়ে দিশার খোঁজে পাথার দিয়েছি পাড়ি।

রিয়াজ দ্বীন নূর › বিস্তারিত পোস্টঃ

এবার যাবার পালা

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৬

এখন চারিদিক নিরব।
ঘরের সবাই বেঘোর নিদ্রায়।

এখনই মোক্ষম সময়।
পা টিপে টিপে রান্নাঘরে গিয়ে -
ছুরিটা হাতে তুলে নিই।
ধারালো ছুরি!
চকচকে ধাতব পাতে নিজের অবয়ব
স্পষ্ট দেখা যায়।

এখনই মোক্ষম সময়।
ক্ষত বিক্ষত করব নিজেকে।
ওহ হ্যাঁ! একটা সুইসাইড নোট লিখতে হবে।
দ্রুত টেবিল থেকে নোট প্যাডটা নিই।
কলমদানি থেকে একটা কলম নিয়ে
লিখতে থাকি -

"এই অন্ধকার রজনীর
তীব্র আঁধারকে সামনে রেখে।
চলে যাচ্ছি অপর পাড়ে।
শুভ্র পাতায় কয়েক ফোঁটা অশ্রু মেখে।

চলে যাচ্ছি কাব্য ছলে।
দিয়ে গেলাম কষ্ট সবায়, বদন ম্লান।
ক্ষমা করে দিও মোরে।
ক্ষমা কোরো আমার প্রিয়, সকল প্রাণ।"

নোট লেখা শেষ।
এবার তবে যাবার পালা হোক শুরু।
কাঁপা হাতে ছুরিটা আবার ধরি।
সজোরে কয়েকটা আঘাত করি
বা হাতের কবজি বরাবর।
ফিনকি দিয়ে রক্ত বেরোয়।
এবার বুঝি আমি তো আর নই ভীরু।

শেষবারের মত তোমায় দেখে নিই।
ওই তো তুমি।
টেবিল ল্যাম্পের কোনায়,
ছোট্ট চারকোনা ছবির ফ্রেমে।
বিস্ফোরিত চোখে চেয়ে আছ আমার পানে।
কী দেখছ? রক্ত?
রক্ত দেখে গা গুলোচ্ছে? মাথা ঘুরছে?

হাসনাহেনা,
আমার হৃদয়ে যে রক্তক্ষরন হয়েছে প্রতিনিয়ত;
তা দেখলে কী করতে তুমি?

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৩

স্রাঞ্জি সে বলেছেন: বিরহ। X((

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১:০৫

রিয়াজ দ্বীন নূর বলেছেন: :-<

২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৫

কাইকর বলেছেন: সুন্দর++++

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১:০৫

রিয়াজ দ্বীন নূর বলেছেন: ধন্যবাদ।

৩| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১:৫০

চঞ্চল হরিণী বলেছেন: নিষ্প্রাণ না হয়ে প্রাণপূর্ণ হোন। নিজেকে ভালোবাসা অনেক বেশি জরুরী। আপনার লেখার ধরণ সুন্দর, কিন্তু ভেতরের ভাবটা অগ্রহণযোগ্য ।

৪| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৫

জাহিদুল হক শোভন বলেছেন: ভালো লাগলো

৫| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: আকল (বুদ্ধিবৃত্তি) ও এশক (প্রেম) কখনো এক পাত্রে থাকতে পারে

৬| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

মহসিন ৩১ বলেছেন: এখন মানুষ অনেক বাস্তব্বাদি। তবু এখন অনেক মানুষ পলায়নপর,তা সত্য। এর কারন হচ্ছে যে, অন্যরকম ভাবে বেচে গিয়ে তারপরও বেচে থাকা, অনেক মানুষেরই পি. এইচ. ডি আছে এ বিষয়ে।। অনেক সন্ত্রস্ত মনকে সঠিক যুক্তিটি না দিতে পারার আক্ষেপ থেকে আর অনিশ্চিত জীবনের সন্মানহানীর অলউকিক ভয় থেকে পলাতে চায় অনেকেই।আজকাল।

৭| ২০ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৩

চাঁদগাজী বলেছেন:


বিশ্রী পংক্তিমালা

৮| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১:৩১

চাডেরনুর বলেছেন: ডোডোর এন্টেনায় বাজে পংক্তি অনুভূত হবে, তাইনা চাদগাজি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.