নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

৩জি এর আলোচনা কতদ্দূর ?

২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

থ্রিজি সুবিধাটা একটু জরুরী এইবার ভ্রমনে ।



শুনেছিলাম জুন জুলাই এর দিকে জিপি বা অন্য অপারেটরও পাবে ।

টেলিটক এর নেটস সব জায়গায় নাই :(



মূল কি ঝুলেই আছে ? :(

http://www.cellular-news.com/story/61591.php

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

কস্কি বলেছেন: প্রথমেই এক্টু বলে নিই, বাংলাদেশে থ্রিজির ব্যাবসা সফলতা যে খুব বেশী এক্টা হবে না!! এইটা টেলকোর সবাই ভালো ভাবেই জানে!! এরকারনেই এতো বছর থ্রিজি ঝুলে ছিলো!!


তবে এবার ইনশাআল্লাহ সবই হয়ে যাবে। সামনের মাসেই অকশন, দেখাযাবে সবাই ই!! ;) থ্রিজি লাইসেন্স পেয়ে যাবে,

আর ডিসেম্বর থেকেই বেসরকারি অপারেটরের গ্রাহকরা থ্রিজি ব্যাবহার করতে পারবে। তার মধ্যে টেলিটকও আরো দু এক্টা বিভাগীয় শহর থ্রিজির কভারেজে নিয়ে আসতে পারবে!! ;)



তবে থ্রিজি আসলে যে আহামরি কিছু হয়ে যাবে!! এমনটা কিন্তু না :)

২| ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

কস্কি বলেছেন: আর সবমিলিয়ে যদি কভারেজের কথা বলা হয় (সব অপারেটর মিলিয়ে), তাইলেও হয়তো বছর দুয়েক লাগবে থ্রিজি নেটওয়ার্ক পেতে তাও শুধু গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে °! :(



সবদিকেই ভেজাল :(

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৯

রিফাত হোসেন বলেছেন: তাহলে আশা কি বাদই দিব !

শান্তিমতে দূর দূরান্তে প্রয়োজনীয় ব্যবহার করতে না পারলে... :(

২ বছরের মধ্যে ৪জি এর পরের ভার্সন নিয়ে পৃথিবী মেতে যাবে,,,, আর আমরা কি ৩জি এর পূর্ণতা আশায় থাকব । :(

৩| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩

রাখালছেলে বলেছেন: আশার গুড়ে বালি দেন । এটা বঙ্গদেশ । এখানে যে আশা করে তার কপালে খারাবি আছে ।

৪| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৮

ইকরাম বাপ্পী বলেছেন: জিপি তো নাকি ৩জি নেটওয়ার্কের কাজ করে রাখসে... এখন নাকি খালি লাইসেন্স পাইতে বাকি... ... মনে হয় নেটের স্পিডে ভাসাইয়া দিবো। =p~ =p~ :-B :-B

৫| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২৬

কস্কি বলেছেন: আশা বাদ দিবেন কেন? ধরেই নেন, থ্রিজি পুরোদমে চালু হয়ে গেলো বইলা (যদিনা বড় কোন অঘটন ঘটে!! )

ইতিমধ্যেই আগামী ৮ সেপ্টেম্বর অকশনের জন্য রুপসী বাংলা ও কনর্ফাম করা হয়েছে!


আপনি যেটা বলছেন, মানে স্ট্রিমলেস থ্রিজি নেটওয়ার্ক পেতে আরো বছর তিনেক তো লাগবেই, তাও কিছু শর্তের উপর নির্ভরশীল!!


আগে ফোরজি (এলটিই) ঠিকঠাক কাঠামোতে আসুক, তারপর NGN নিয়ে ভাবা যাবে, খালি হুটহাট চিন্তা করলেই তো হবে না! সবসময় মাথায় রাখতে হবে আমরা তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ (সেই ছোটবেলার বুলি) :)


বাংলাদেশে কত শতাংশ থ্রিজি সাপোর্টেড ডিভাইস আছে বলে আপনি মনে করেন??


যাইহোক, ম্যালা বয়ান করলাম, বেয়াদবী নিয়েন না বস ;)



থ্রিজির জন্য সবাই ই রেডি, তারপরেও ম্যালা কাজ করতে হবে , টেলকো যদি আপনাগো কথার মত একদম ভেজানহীন হইতো, তাইলে কতই না ভালা হইতো!!! @ বাপ্পী ভাই

৬| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৭

মুিহব বলেছেন: আর সবমিলিয়ে যদি কভারেজের কথা বলা হয় (সব অপারেটর মিলিয়ে), তাইলেও হয়তো বছর দুয়েক লাগবে থ্রিজি নেটওয়ার্ক পেতে তাও শুধু গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে °! থ্রিজি এখন সিলেট নগরীর ১৪ এলাকায়

৭| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৯

মুিহব বলেছেন: মুিহব বলেছেন: আর সবমিলিয়ে যদি কভারেজের কথা বলা হয় (সব অপারেটর মিলিয়ে), তাইলেও হয়তো বছর দুয়েক লাগবে থ্রিজি নেটওয়ার্ক পেতে তাও শুধু গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে °! Click This Link

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২

কস্কি বলেছেন: এইবার নিশ্চয়ই সব ক্লিয়ার??


দেখাযাক, থ্রি-জি কতটা বাজে!! ;)


তবে এক্টা চমক হয়তো, এখনো রয়ে গেছে!!! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.