নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

হাজারী ও নাইন কার্ড কিভাবে খেলে? ( কার্ড খেলা)

৩১ শে জুলাই, ২০১৪ রাত ২:৩৫

বন্ধু মহলে হাসির ঝড় বইছে,



কেউ কি বিস্তারিত জানাতে পারেন, আর এর ইংরেজি নাম কি?



জব এর কারনে কার্ড এর নেশা কখনোই হয় নি, আর হবেও না।



কিন্তু দাওয়াত বা পার্টিতে, , , লজ্জাই পেতে হয় :(



তবে এবার শিখে রাখব, যদি কেউ শিখিয়ে দেন,



আর কার্ড। এর বেসিক জানি।



ধন্যবাদ





























জুয়াকে না বলুন, সেটা কার্ড বা ফুটবল বা ক্রিকেট যে কোন কিছুই হতে পারে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৩:০০

ভুলে যাওয়া নাম বলেছেন: ভাব লস?এখন জব করস?বাংলাদেশে কি করছোস বেটা ছাগল।ব্লগে এসব পোস্ট দিতে লজ্জা করে না?

নাইন কার্ড খেলিস নাই ছাত্রজীবনে কি করছোস?

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৯

রিফাত হোসেন বলেছেন: সাহেব, আমি যদি আপনার মত হতাম তাহলে বলতাম,, , , , থাক কিছু বল্লাম না, রমজান মাস গেল কিছু শিখলেন না!
আব্বা আম্মু কি কিছু দিয়েছে? নাকি তাও শিখলেন না!

আমি চাকরি করি অল্প বয়স থেকে, স্কুলে থাক্তেই

৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৪

রিফাত হোসেন বলেছেন: আর এইবন্ধুরা বিডির নয়, বিডিতে থাকাকালীন কার্ড খেলা শিখি নাই, পরে ঘুরতে গিয়ে ঈদের সময় পিচ্চি কালের সাথে দোস্তরা কল ব্রিজ শেখায় আর ২৯ বুঝি না ভুল করি,। এগুলি খেলেনা এখানে, জুয়া ভিত্তিক জনিপ্রিয় গুলি খেলা হয়, এরাও বন্ধুর মতন ই কিন্তু, অতটা কাছের নয়

২| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৩:৩২

রাজিব বলেছেন: আমি স্পেড আর হার্ট (কম্পিউটারে) ছাড়া আর কিছু পারি না।

৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৬

রিফাত হোসেন বলেছেন: গলা মিলাই আসেন। :) পোকার খেলার সময় বার বার ফুনের এপ্স টা দেখে ফরমেট দেখি :) আমিও না পারার দলেই

৩| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০০

লিখেছেন বলেছেন: ভুলে যাওয়া নাম বলেছেন: ভাব লস?এখন জব করস?বাংলাদেশে কি করছোস বেটা ছাগল।ব্লগে এসব পোস্ট দিতে লজ্জা করে না?

নাইন কার্ড খেলিস নাই ছাত্রজীবনে কি করছোস?


----

apni bhai onno nick niye mathe namsen bodhoy galigalaz korte. jai hok, shobar student life ek rom jay na. keu card na khellei se vab nichche ba khub keuketa ta noy.

৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৭

রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ, পিচ্চিকালে কল ব্রিজ দেখেছিলাম, এই তাস কে পারিবারিক ভাবে খারাই দেখাম্মনো হয়, তাই ভয়ে থাক্তাম আর অই চিন্তা করি নাই, অনেক পরে বিডিতে ঘুড়তে গিয়ে শিখলাম টাইম্পাস হিসেবে তবে ২৯ ভাল পারিনা, নিয়মটা গুব্লেয়াট করে ফেলি।

সব ই ভাগ্যের খেলা, জনৈক নিউবি বল গার:) হয়ত আমার জায়গায় থাক্লে সেরা জুয়াড়ী হতেন, সন্দেহ নাই,

আমি সার্চ করে পাই নাই ব্লগে দিলাম, জব করা ভাব নয়, উপাধি থাক্লে আর তা জুড়ে দিল ভাব বলা যায়। জব দিয়ে বুঝালাম ব্যস্ততায় আছি এওসব নিয়ে ভাবার সময় হয় নি তেমন। পোকারটাও শিখলাম এপ্স দিয়ে। ভাল থাকুন

৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৯

সপ্নভূক বলেছেন: ভাই, আমার একটা হেল্প দরকার। কিছু মনে না করলে ইমেইল নং টা যদি দিতেন......

০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ২:১৪

রিফাত হোসেন বলেছেন: [email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.