নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

দুবাই থেকে সোনা ক্রয় করা কি ঠিক হবে?

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৫

শুনছি এখন সোনার দাম অনেক পরতি।

মূলত ব্যবসার উদ্দেশ্যে নয় বরং পরবর্তী বিয়ের চিন্তা করেও সোনা ক্রয় করে রাখতে চাচ্ছিলাম।



আগামী বছর বিডিতে আসব তবে দুবাই বা দোহা হয়েই।



তাই ইউরোর কিছু অংশ গোল্ড করে আনব।

এখন বার এ আনব না গহনা সোনা আনব একটু চিন্তায় আছি।



অর্ধেক বিক্রি করে দিব বাকিটা রেখে দিব বিয়ের দেন মোহর হিসেবে।




বাংলাদেশ এ সোনার বাজার দর অনলাইনে পেলাম কিন্তু তা কি ক্রয় ও বিক্রয় উভয় সমান কিনা বুঝলাম না।

টার্গেট ২২ ক্যারট এর না ১৮ হলে ভাল হবে কিনা বুঝতে পারছি নাকি ২৪ ই আনব! তাহলে বার ই আনতে হবে।



যাই হোক ২২ ক্যারট এর দাম ১৪২.২৫ এইডি দুবাই বাজার গ্রাম প্রতি বর্তমান

তাহলে ১১.৬৬ গ্রাম বা ১ ভরি তে ১৬৫৮.৬৩৫ এইডি আসে।



৪.৭০৭ এইডি তে ১ ইউরো খালিজী টাইমস অনুযায়ী আর গোল্ড রেটও



১৬৫৮.৬৩৫ তে ৩৫২.৩৭৬ ইউরো হয়।



বিডি জুয়েলারী সমিতি অনুযায়ী ২২ ক্যারট এ ৩৯২০ টাকা গ্রাম প্রতি হলে ১ ভরি বা ১১.৬৬ গ্রাম এ ৪৫,৭০৭ টাকা হয়।



৯৮.৭৬২ টাকা ১ ইউরোতে বিডি এর জাতীয় ব্যাংক হিসেবে ৩৫২ ইউরোতে ৩৪,৭৬৪ টাকা হয় মানে ১ ভরি দুবাই এর ২২ ক্যারট সম মানের।

আর তাতে দেশী ২২ ক্যারট সোনার বাজার ১ ভরি ৪৫,৭০৭ বাদ দিলে ১০,৯৪২ টাকা মুনাফা দেখাচ্ছে! ♣♣♣





এটা হল কাগজে হিসাব।

আমার জানামতে ২০০ গ্রাম আনতে পারে বিদেশ থেকে।

এখন তা গোল্ডবার এ আনলে ট্যাক্স দিতে হয় নাকি গহনা হিসেবে আনলে কর দিতে হয় না বা দিলে কতটুকু দিতে হয় জানি না।

কারেন্ট তথ্য থাকলে শেয়ার করতে পারেন।



এভাবে আনা কি ঠিক হবে কিনা জানান।



আর সঠিক ও সত জুয়েলারী দোকান এর সন্ধান এ আছি। তাতি বাজার তো বিখ্যাত বুঝলাম, যার কাছেই বলি সে বলে খেয়াল করে! ঠকানোর সম্ভাবনা ৯৯ ভাগ! ২২ ক্যারট এর ১ ভরি থেকে আবার ২ আনা খাদ গ্রাম হিসেবে বিক্রির সময় বাদ দেয় যখন কেউ জরুরী হিসেবে বিক্রয় করে চায় আবার কোন সময় মজুরী হিসাব এ কেটে দেয়! আবার সেটাই নাকি আরেক জনের কাছে মজুরী সহ, কর সহ আবার খাদের হিসাব সহ দোকানদার বিক্রয় করে!



খাদের দাম যদি তারা নাই দেয় তাহলে বিক্রয় এর সময় তা বাদ দেয় না কেন?

আর কেউ ঘরের সোনা বিক্রয় করতে চাইলে এর সাথে মজুরী এর সম্পর্ক কি?!



উপরের তথ্য দুবাই ভিত্তিক।







মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৪

মাঘের নীল আকাশ বলেছেন: স্বর্ণ আনতে হলে ২২ ক্যারেট আনাই ভাল। ২৪ ক্যারেটে গহনা হয় না...তাই খাদ মেশাতে হয়। আর বার হিসাবে আনলে স্বর্ণকাররা অধিকাংশই খাদ বলে মেরে দেয়।

কাজেই বেটার হল ২২ ক্যারেটের গহনা নিয়ে আসা।

১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ কোন বিক্রয় অভিজ্ঞতা আছে? মানে কোন ব্র‍্যান্ড এর দোকানকে প্রিফার করেন

২| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬

মাহমুদ তূর্য বলেছেন: বার হিসাবে ২০০ গ্রাম আনলে ৫১০০০ টাকা ট্যাক্স দিতে হবে। তাই গহনা আনাই ভাল হবে।

১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ।

আমি আনলে গহনাই আনব ঠিক করেছি। করের ঝামেলায় যাব না। কর দিতে আপত্তি নাই কিন্তু প্রচুর :(

৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১০

মিজানুর রহমান বলেছেন: কর বিষয়ক তথ্য পাবেন নিচের লিংকে

http://www.nbr-bd.org/baggage_rules/baggage_rules.pdf

৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৩

মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন:


কি কি ভাবে এবং কি কি পরিমাণে স্বর্ণ আনলে কোন ট্যাক্স দিতে হয় না।

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫২

রিফাত হোসেন বলেছেন: ২০০ বার না এনে ২০০ গ্রাম গহনা আনলে দিতে হয় না। তাই তো বুঝলাম!

৫| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৩

আমিনুর রহমান বলেছেন:





এই বিষয়ে ভীষণভাবে অজ্ঞ আমি। তাই এই বিষয়ে কিছু বললাম না, তবে খানাপিনার গন্ধ পেলে আর মাথা ঠিক থাকে না। তা বিয়ে সাদির দাওয়াত যেনো পাই :P

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৯

রিফাত হোসেন বলেছেন: ;) তাই ঢাকঢোল পিটাবো না বিয়ের।

বছর আগেও চিন্তা ছিল বড় আয়োজন করব কিন্তু ধীরে যা অবস্থা হল :( আগেও ১০০ ছিল ইউরো তে ৪ বছর আগে। এখনো তাই! কিন্তু ৫ টাকা ভাড়া হল ১০ টাকা, ,,, ২ টাকার ঝাল মুড়ি হল ১০ টাকা! সব ই৪ বছর এ!
কিন্তু আমার বেতন তো ৩ গুন ও হয় নাই!

ইনশাল্লাহ দেখা হলে গরীবের বিয়ের ডালভাত এর দাওয়াত পাবেন। :)
২০১৭ তে মনে হয়, যদি ক্ষমতা হয়! হাহহাহাহাহাহাহহাহহাহাহা

৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪১

আবু শাকিল বলেছেন:

আপনার পোষ্ট পড়ে যা জেনেছি আমি দুবাই থেকেও তা জানি না। =p~ =p~

ব্লগে আরো অনেক দুবাই প্রবাসী আছে আশা করি তারা ভাল তথ্য দিতে পারবে।

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০২

রিফাত হোসেন বলেছেন: বিয়ে করার চিন্তা আসতেই আকাশ ভেঙে পরল আর কি :) যা দাম

বিয়ের বাজেট আমার এক বছর এর ইনকাম সমান! হইবে!

৭| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৭

ভিটামিন সি বলেছেন: বিষয়টা আমি ক্লিয়ার করছি আপনাকে। কিছুদিন পূর্বেও ২০০ গ্রাম স্বর্ণবার নিয়ে দেশে যাওয়া যেতো যার ট্যাক্স ছিলো মাত্র ২৭০০ টাকা। এখন ২০০ গ্রামের ট্যাক্স ৫১,০০০ টাকা সেটা যে ক্যারেটেরই হউক। আপনি বিনা ট্যাক্সে ১০০ গ্রাম স্বর্ণের গয়না আনতে পারবেন ব্যবহারের জন্য। তবে আনার পর ব্যবহার করলেন না বিক্রি করলেন সেটা কেউ দেখতে যাবে না। আগে ২০০ গ্রামের ২৪ ক্যারেট বার দেশে বিক্রি করলে ৬০ হাজার টাকার উপরে লাভ থাকতো। এখন ৫১০০০ টাকা ট্যাক্স দেয়ার পরে আর তেমন থাকে না। তাই বিনা শুল্কে ১০০ গ্রামের গয়না আনাই বেষ্ট।
দেশের সোনার বাজার সম্পূর্ণ চোরাকারবারীদের উপর নির্ভরশীল। তাই আপনি বিক্রি করতে গেলে তার দাম হবে অনেক কম এবং সেখানে যে পরিমান ডুপিং করা হয়েছে তা বাদ দিয়ে দাম ধরবে। যে মুল্য পত্রিকায় বা সাইটে দেখেছেন সেই দামে বিক্রি করতে পারবেন না। তাই বিয়ের জন্য শুধু প্রয়োজনীয় টুকুই আনেন বা একটু বেশি আনেন। মনে রাখবেন ১০০ গ্রামের উপরে গেলে কিন্তু ট্যাক্স মাষ্ট (ধরা খাইলে আরো বেশি কিছু)।
আমি একজন সোনা কারবারীকে খুব কাছে থেকে চিনি।এবং গত মে মাসে তার ২০০ গ্রামের বার নিয়ে দেশে গিয়েছিলাম।

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৫

রিফাত হোসেন বলেছেন: এরকম ই উত্তর খুজছিলাম। অনেক ধন্যবাদ।
তবে কাস্টমস এর পি ডি এফ এ ২০০ গ্রাম শুল্কমুক্ত দেখলাম আর আপনি বল্লেন ১০০ গ্রাম! ব্যাপারটা বুঝলাম না।
যদিও আপনার থেকে যা তথ্য পেলাম তাতে প্রয়োজনীয় সোনা ছাড়া কিছু ক্রয় করতে চাচ্ছি না ।

৮| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৪

ভিটামিন সি বলেছেন: ভাইরে যে পিডিএফ দেখেছেন সেটা ডিজিটাল বাংলাদেশের সাইট থেকে নেয়া। লাষ্ট কবে যে আপডেট করেছে তা হয়তো ওই কর্মকর্তারাও জানে না। এই পিডিএফ না সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে দেয়া কপি আমার কাছে আছে। লাগলে পিডিএফ বা জেপিইজি করে দিতে পারি। কিন্তু ওইটাও ২০১২ সালের ।

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৭

রিফাত হোসেন বলেছেন: না ঠিকাছে আমি অত নিবো না। বিয়ের প্রোয়জনে যা লাগে, এই বার নিব অল্প বাকি ইউরো ডিক্লেয়ার করে নিব। পরে কোন সময় শুল্কমুক্ত হিসেবে কাজে দিবে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.