নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

ইয়ে মানে :!> বিয়ের প্রস্তুতি নিয়ে কোন পোষ্ট আছে?

২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৪

প্রজেক্ট ২০১৫ হল এইটা। বাড়ি হবে মানে তৈরী হচ্ছে, গাড়ি কিনতে গিয়ে বিপত্তি!

অনিবার্যকারণবশত ২০১৭ এর মধ্যে বিবাহ চিন্তা করেছি। কিন্তু ২০১৭ তে একটু পড়াশুনার খায়েশ জাগল! মানে ২০১৭ এর মধ্যে যা করার করে নাও। বাড়ি হয়ে যাবে, গাড়িও হবে তবে বিয়েটা! ঐটাও ঊপরওয়ালার কৃপায় পানী পাবে কিন্তু বাধ্যতামূলক আর্মি ট্রেনিং থেকে নয়। তবে আমি বোয়াল মাছের মত ৫ বছর পিছলা পিছলী করলাম আর এইবার রক্ষা নাই কিন্তু আমার ২০১৭ প্রজেক্ট বাতিল হবে। কারণ পয়সা জমবে না।
না জমলে একটা ফ্ল্যাট এর মালিক তো হবই না গাড়ি ভুলে গেলাম আর বিয়ে! এইটা কি চিস!!!
আর এগুলো না হলে নতুন করে পড়াশুনা পিছাবে আর পড়াশুনা করা অবস্থায় বিয়ে করতে পারলেও স্ত্রী আনা একে বারেই সম্ভব হবে না। কার... ন আইন এ আমাকে বেতন দেখাতে হবে অনেক। ৩ বছর পরে আনতে পারব যখন একটা আল্লাহতালা এর মেহেরবানিতে বাবা মা আর স্ত্রীর জন্য ডিপ্লোমা শেষ করতে পারব।
স্ত্রীকে সহজে আনা গেলেও আব্বা আম্মাকে আনতে হলে ভাল ব্যালেন্স, আবাস, বেতন দেখাতে হবে :(

আমার খুব ইচ্ছা আব্বা আম্মার খেদমত করা, আমার নিজস্ব তেমন কিছুই নাই যে স্ত্রী সন্তান কে নিয়ে দেশে কিছু করতে পারব। একটি ফ্ল্যাট করতে পারছি কোনমতে এইটাই সম্পদ। এক ইউনিটে :) আমি ই থাকতে পারব শুধু, ভাড়া নাই :(

আত্মীয় সজন তো বুঝে না...

বউ আনতে গেলে বাসা দেখাতে হয় যা নিজের নামে থাকতে হয়, যেটা আমার নামে না। এসব সহ বাসা নিতে গেলে এই বিদেশ তথা নতুন স্থায়ী আবাসে বিয়ের সমপর্যায় খরচ হয়।
কাউকে বুঝাতে পারি না :(

যাই হোক প্রজেক্ট ২০১৫ এ মানে ইয়ে তে :) তথা বিয়ে তে কি কি থাকতে পারে। কি কিনতে হতে পারে? তথা স্টেপ বাই স্টেপ খরচ সহ মোট খরচ কত? আমি ৩-৪ ভরি গোল্ড দিব এর উপর পারব না।

সম্পূর্ণ আর্থিক ভার আমার উপর ন্যস্ত :/

আমি চাচ্ছিলাম বাসায় বৌভাত করতে কিন্তু বোন চায় কমিউনিটিতে করতে :(
সেখানে ফ্লোর ভাড়াটা বাচাতে পারব না।
১০০-২০০ অতিথি আমাদের হবে আমার কাছে লাগে ১৫০ ই হবে বৌভাতে কারন ঢাকাতে হবে
আর মেয়ে পক্ষ থেকে ১০০-১৫০-২০০ হতে পারে জানি না। ২০০ নাও হতে পারে কারন ঢাকার মেয়ে দেখছে না!

আর উঠানোর সময় আমরা ৫০ -১০০ জন এর বেশী যাব না।

হলুদ আমার হলেও হতে পারে। বাড়িতে ১ -২দিন আলোকসজ্জা হতে। হালকা খানার আয়োজন হতে পারে।

তবে কোন ডিজে মিজে হবে না।

মেয়ের জন্য নাকি দুবাই, ভিয়েনা লন্ডন থেকে অর্ডার দিয়ে কিনে আনতাম! কি আনতাম যা বলা শুরু করল আর পারলাম না শুনতে! না হলে পরিবারের মান সম্মান থাকবে না আর আমিও নাকি মেয়ে পক্ষের তাচ্ছিল্যের পাত্র হব। :(
আচ্ছা কোন লিস্ট আছে কি কি দেয় ই মানুষ তবে আমি বেশী কিছু দিব না, যা মানুষ দেয় তাই দিব আর বাকিটা কাছে থাইকলে চাইলেই দিব।

এই গুলা পাত্রী পক্ষের না আপন ঘরের মানুষের কথা।

আমি তো যৌতুক চাই নাই মনে হইতেছে ২০১৫ সালে গাভীন এর জন্য যৌতুক দিব!
গাভীন দরকার নাই, দরকার জীবন সঙ্গী :)

আমি সাদা মাটা ভাবে ৫ লক্ষ টাকায় শেষ করতে চাচ্ছি।
কমিউনিটি ভাল হবে কোনটা? বাংলা খাবার অবশ্য ই। চাইনিজ চুইনিজ রাখব না। কাজের কলিগরা ফটো দেখলে চাইনিজ দেখলে হাসবে অনেক আর বাঙালী হিসেবে পরিচয় থাকতে হবে।

আর বৌ আনার সময় একটা ৫০ সিটের বাস আর কার হলে ভাল হবে না?

ভাই বা বোন বা সাহেব বা বিবি যাই দেন অভিজ্ঞতা শেয়ার করেন আর বিস্তারিত বলেন তবে শুধু লিংক শেয়ার করবেন না।

আর দাওয়াত ইনশালাহ ভার্চুয়ালী দিব আর ভার্চুয়ালী খেয়ে নিবেন। B-)

প্রি-- প্রিপারেশন চলছে... :)


বউ কিন্তু ঠিক হয় ই নাই! ;)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৩

নীল আকাশ ২০১৪ বলেছেন: সবচেয়ে বড় খরচ হবে মেহমানদারিতে। প্রতি ৩০০ অতিথি আপ্যায়নে দেড় থেকে দুই লাখ টাকা লেগে যাবে। অতিথি সংখ্যা বেশি হলে পার হেড কস্ট কমতে থাকবে। এই আপ্যায়নের মধ্যে অল ডেকরেশান ইনক্লুডেড।

দ্বিতীয় বৃহত্তম খরচ পড়বে কনের বিয়ের শাড়ি ও অলঙ্কার কিনতে। পাঁচ ভরি অলঙ্কার ও তিনখানা শড়ির দাম পড়বে মানভেদে ৪ থেকে ৬ লাখ টাকার মত। আত্মীয় স্বজনকে পাঠানো উপহারও এর মধ্যে পড়বে।

তবে সবচেয়ে বড় খরচ হবে মোহরানা আদায় করতে। যেহেতু এটা বাকী রেখে দেওয়া হয়, তাই বিয়ের খরচ হিসেবে এটাকে ধরা হয়না।

সব মিলিয়ে ১০ লাখের মত ধরে রাখুন। তবে চিন্তা নেই, বিয়ে ও বৌভাতের উপহার সামগ্রীর দাম হিসাব করতে এর মধ্যে ২/১ লাখ রিফান্ড হয়ে যাবে।

স্পেসিফিক কিছু জানতে চাইলে মেইল করুন [email protected]

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৮

জেরিফ বলেছেন: আর কি কি প্রিপারেশান নিচ্ছেন ;) ;)

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৪

আমিনুর রহমান বলেছেন:



একটা প্রেম করেন তারপর কাজী অফিসে যেয়ে বিয়ে করেন। স্বাক্ষী আমি দিমু। এই বাজারে ৫ লাখে বিয়া করা যাবে না রে ব্রাদার। আমি ৯ বছর আগে বিয়ে করেছি তাতেই ৩ লাখ লেগেছে তাও বউ-ভাত বিহীন। আর আমার বর যাত্রা ছিলো ১৯ জনের সমন্বয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.