নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

সর্বোচ্চ জাতীয় দিবস ২৬শে অক্টোবর অস্ট্রিয়া আর বাস্তব ব্যক্তিগত কথন

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫১

কখনো এ নিয়ে বিস্তারিত লেখি নাই, আর এখনতো সময়তো আরও স্বল্প । তবুও মনে করে আজ ঘুরতে গেলাম কয়েকটা মিউজিয়াম এ ।
১৯৫৫ সালে অস্ট্রিয়ার জাতীয় সংসদে এই দিনে নিরপেক্ষতা রাষ্ট্র হিসেবে নিজেকে তুলে ধরে ।
এর পূর্বে সোভিয়েত ইউনি., আম্রিকা আর যুক্তরাজ্য তাদের অবস্থান থেকে সরে আসতে শুরু করে । আর এই ঘোষনার মাধ্যমে অস্ট্রিয়ার নিজস্ব স্বকীয়তা প্রদর্শন করে ।

দিনকে স্মরণীয় করে রাখার জন্য সরকারীভাবে ছুটি ঘোষনা সহ আরও ব্যক্তি ও সরকারী পর্যায়ে কার্যক্রম প্রদশর্ন করা হয় । যদিও সরকারী সর্বোচ্চ ছুটির দিন উপলক্ষ্যে ছুটি থাকে তবুও বিভিন্ন জরুরী বা সেবা বা রেস্তোরা উন্মুক্ত থাকে ।

এই দিনে সামরিক কুচকাওয়াজ সহ বিভিন্ন জাদুঘর বা তথ্য কেন্দ্র বা গুরুত্বপূর্ণ স্থান সমূহ যা সাধারণ জনগণ সর্বদা সুযোগ পায় না বা বিনামূল্যে নয় তা প্রবেশে মওকুফ করা হয় কিংবা ক্ষেত্র বিশেষে অর্ধ মূল্য ধার্য্য করা হয় ।

আজ একাই ঘুরলাম, কারন বাকিরা কাজে ব্যস্ত বা তেমন আগ্রহ প্রদান করল না । আর বড় কথা কাউকে বলিও নাই । ভাব দেখলেই বুঝা যায় । জাতীয়তা আসলেও মনটা সবার খাটি বাংলাদেশী কিংবা ফিলিপাইন কিংবা এশিয়ান বা র্তুকি । কারন এই সব দেশের মানুষ এই দিনকে তেমন গুরত্ব দিতে দেখি না যদিও ব্যতিক্রমও আছে ।

কয়েকটা ছবি টেব এ তুলে ছিলাম পোষ্ট এ শেয়ার করব বলে । কিন্তু ভাল লাগছে না ।
-----------
আসলে আগামী বছর ফ্ল্যাট তৈরী, বিয়ে, বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ, ভাবীবধূ আনা, নতুন বাসা ভাড়া নেওয়া, আবার ডিপ্লোমা কমপ্লিট এর চিন্তা না কন্টিনিউ জব , কারন ভাবীবধূর ভিসার জন্য আমাকে আমার জব দেখাতে হবে আর ডিপ্লোমা করলে সেটা সম্ভব হবে না আর আমার বাচ্চা নেবার ইচ্ছাও নাই তাড়িতাড়ি, আর ট্রেনিং যেতে বাধ্য করলে সব কিছু থেকে দূরে থাকতে হবে ১ বছর এর জন্য, আর বিয়ের পয়সা নিয়ে নিজ পরিবারই ঝামেলা করছে; বুঝাতেই পারছি না সংসার শুরু করতে গেলে এখানেও বাসের খরচটাওতো জোগাড় করতে হবে আর এই দিকে বিডিতে পারিবারিকভাবে অংশীদার ভিত্তিক বাড়ি তৈরী করা হচ্ছে; কত দিকে সামলান যায়; আর বিয়েটা এইবার করা না গেলে ৪-৫ বছর পিছিয়ে যাবে ডিপ্লোমা আর বাধ্যতামূলক প্রশিক্ষণ এ । সর্বপূরি টাইমিং,পয়সা আর সিস্টেম ঘাপলা আর কি । :)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৭

এহসান সাবির বলেছেন: ছবি গুলো দিতে পারতেন।

শুভ কামনা রইল।

২৭ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:২৯

রিফাত হোসেন বলেছেন: দিতে পারতাম । দেই নাই । ছুটিও ছিল । মাথায় রাজ্যের চিন্তা ও চাপ :(
হালকা হবে আশা রাখি । :)

২| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ২:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

শুভ কামনা ভ্রাতা।

২৭ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:২৯

রিফাত হোসেন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.