নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি কবিতাই কবির শ্রেষ্ঠ মূহুর্ত এবং প্রত্যেক শ্রেষ্ঠ মূহুর্ত এক করলেই সৃষ্টি হয় কবির জীবন। আপনি প্রেমে পড়ুন সেই শ্রেষ্ঠ মূহুর্তের। সত্যি কোরে একবার প্রেমে পড়ে দেখুন, কবিতার কাছে মাথা নত হয়ে আসবে আপনার; আপনি দায়গ্রস্ত হয়ে পড়বেন শব্দের কাছে।

রিকেল

রিকেল › বিস্তারিত পোস্টঃ

পথ

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১১



কখনো কখনো আমি কোনো কোনো রাস্তার প্রেমে পড়ে যাই মাঝে মাঝে। দিন শেষে বার বার সে রাস্তায় ফিরে ফিরে যাই। এর ওপর দাঁড়িয়ে দেখি- এখনও পৃথিবী অনেক সুন্দর। পৃথিবী অনেক পবিত্র। ফুটে থাকা গোলাপের মতো সুন্দর এ পৃথিবী। ঝরে পড়া কাঠ গোলাপের মতো পবিত্র এ পৃথিবী।

যাকে ভালোবাসি তাকে বুকে বেঁধে স্বপ্ন দেখি। যাকে আপন ভাবি তার হাত ধরে হাঁটতে স্বপ্ন দেখি।
ভালবাসা পবিত্র বলে আমি ভালবাসার কাছে নতজানু হয়েছি বার বার ; যেমনটি বুদ্ধ গৌতমের মূর্তির সামনে এসে বিনম্র শ্রদ্ধায় দেখেছি গৌতমের মুখ, চোখ ; পড়তে চেয়েছি মূর্তির বাইরের হাজার বছরের পুরনো আধুনিক মানুষটাকে।
তেমনি ধুলোর ওপর আঙুল বুলিয়ে পড়তে চেয়েছি পথের ভাষা। পথের কষ্ট।

আমার প্রেমে পড়া রাস্তার মাঝখানে, কিনারে, ভাঙা গর্তের মধ্যে আমি শুয়ে থাকতে পারি আজীবন। গভীর মমতায় হাত বোলাতে পারি তার ধুলোয়। মুখে মাখতে পারি তার জল-কাদা।

বেলা শেষে অনেক বার একা আমি হেঁটেছি দীর্ঘ সময় সে মন ভোলানো পথে পথে। সুর হারানো রাস্তার ওপর।
পাপড়ি খোলা ফুলের মতো মুখ খুলে আমিও বলেছিলাম-
আমি যদি অন্য একটা পথ হতাম, তোমার কাছে এসে মিশে থাকতাম পথ। এক হয়ে শুয়ে থাকতাম ক্লান্ত বিকেলের শেষ সন্ধ্যায় জোছনার আলোয় ঘন অন্ধকারে।

আমাদের গায়ে ঝরে পড়তো ফোঁটা ফোঁটা বৃষ্টি শিরির ঝলমলে রোদ। আমি এভাবেই মিশে থাকতাম সমস্ত সভ্যতা জুড়ে তোমার গায়ে গায়ে। তোমার কাদায় কাদায়।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

রক্তিম দিগন্ত বলেছেন: বেশ কাব্যিক কাব্যিক ভাব ছিল একটা লেখায়। ভালোই।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮

রিকেল বলেছেন: ধন্যবাদ দিগন্ত।

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

মোঃ ইউছুফ শেখ বলেছেন: লেখার ধরণটা ভাল চালিয়ে যান,,!

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৯

রিকেল বলেছেন: ধন্যবাদ ইউছুফ শেখ।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

ফেরদৌসা রুহী বলেছেন: ভাল লেগেছে কথাগুলো

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৯

রিকেল বলেছেন: ধন্যবাদ রুহী।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

চিলেকোঠার চঁড়ুই বলেছেন: চমৎকার।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১০

রিকেল বলেছেন: ধন্যবাদ চঁড়ুই।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

জনম দাসী বলেছেন: ভালো লাগা রেখে গেলাম এই চরনের পর... বেলা শেষে অনেক বার আমি হেটেছি দীর্ঘ সময় সে মন ভোলানো পথে পথে। সুর হারানো রাস্তার ওপর।





























































































































































































































































































































































































































































বেলা শেষে অনেক বার আমি হেটেছি দীর্ঘ সময় সে মন ভোলানো পথে। সুর হারানো রাস্তার ওপর। ভালো লাগা রেখে গেলাম এই চরন খানির পরে...













আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.