নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি কবিতাই কবির শ্রেষ্ঠ মূহুর্ত এবং প্রত্যেক শ্রেষ্ঠ মূহুর্ত এক করলেই সৃষ্টি হয় কবির জীবন। আপনি প্রেমে পড়ুন সেই শ্রেষ্ঠ মূহুর্তের। সত্যি কোরে একবার প্রেমে পড়ে দেখুন, কবিতার কাছে মাথা নত হয়ে আসবে আপনার; আপনি দায়গ্রস্ত হয়ে পড়বেন শব্দের কাছে।

রিকেল

রিকেল › বিস্তারিত পোস্টঃ

নষ্ট আবেদন

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬





আজ যদি তুই রাত পোহাবি
আমার ঘরে আয়
আজ যদি তুই মাতাল হবি
দরজা খুলে আয়
আজ যদি তুই দুঃখ হবি
নীল শাড়িতে আয়
আজ যদি তুই আমার হবি
বসন খুলে আয়


খুলবি নাতো নীল শাড়ি তোর
খুলবি নাতো বুক
বলবি নাতো লাল কথা তোর
খুলবি নাতো মুখ



খেলবি নাতো আঁধার খেলা
রাত্রি বেলা গড়িয়ে পড়া জল
দেখবি নাতো বন্ধ ঘরে
বুকের ভেতর কতো রঙ মহল
শুঁকবি নাতো বকুল তলার
বকুল ফুলের গন্ধ
দেখবি নাতো ঝরণা তলার
ঝরণা ধারার ছন্দ



ক্যামনে তবে রাত পোহাবি
ওই ঘরের ওই ঘোর আঁধারে
ক্যামনে তবে আমায় ছুঁবি
এই ঘরের এই নষ্ট পারে



নষ্ট পারে আসবি না তুই
নষ্ট হবার ভয়ে
কষ্ট পারে রাত ফুরাবি
কষ্ট যতো সয়ে



মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭

অতঃপর হৃদয় বলেছেন: বাহ.!!!! দারুন :)

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৬

রিকেল বলেছেন: ভালবাসা হৃদয়।

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: যতই বলিস,যতই লিখিস কবি র কাছে কেউ ই ঘেঁষে না ,দুর থেকেই পুষ্প ছিটায়-এই শোকেই কবি-মহাকবি হয়ে যায়।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৫

রিকেল বলেছেন: কবি বেঁচে থাকেন দুঃখ খেয়ে। দুঃখই মহৎ।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৩

বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। পড়ে ভাল লাগলে । ভাল লাগা রেখে গেলাম সেই সঙ্গে আমার আইডিতে চায়ের নিমন্ত্রণ রইল।আপনার আসার অপেক্ষায় রইলাম কিন্ত। ধন্যবাদ।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৬

রিকেল বলেছেন: আচ্ছা।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৮

কিরমানী লিটন বলেছেন: অতল ছুঁয়ে গেলো মুগ্ধ ভালোলাগায়- সত্যিই নান্দনিক , অনেক শুভকামনা প্রিয় কবির জন্য...

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১১

রিকেল বলেছেন: ভালবাসা প্রিয় লিটন।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৫

রক্তিম দিগন্ত বলেছেন: ভাল ছিল। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.